Bhojpuri Video: গভীর রাতে কাজলের সাথে রোম্যান্স খেসারি লাল যাদবের, দারুন জনপ্রিয় নাচের ভিডিওটি

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri Video: গভীর রাতে কাজলের সাথে রোম্যান্স খেসারি লাল যাদবের, দারুন জনপ্রিয় নাচের ভিডিওটি। 

বলিউডের সাথে চর্চায় আসছে এখন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের থেকে খুব উন্নতি করেছে ভোজপুরি ছবিগুলি। নানান ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ প্রায় সময়ে সুপারহিট হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় থাকছে নানান ধরনের ভোজপুরি সিনেমার গান অথবা ভিডিও। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফর্ম দেখিয়ে রাতের ঘুম উড়িয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন -  VIRAL: কাজল-এর শরীরী মাদকতায় মাতাল হলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

বর্তমানে ভোজপুরি ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানিঃ

এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত অভিনেত্রী কাজল। তাঁর সৌন্দর্যের সাথে চমৎকার অভিনয়ের জন্য বেশ পরিচিত। প্রত্যেকটি চরিত্র মানুষের পছন্দ হয়। তাঁর অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়।

আবার প্রচুর ভিউস এবং লাইক দিয়ে ভরিয়ে দেয় নেটদর্শকরা। এই অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ পেয়ে যায় কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব সহ ভোজপুরি তারকাদের সাথে কাজ করে নিয়েছেন।

আরও পড়ুন -  দর্শকরা চমক খেলেন, প্রদীপ পান্ডে এবং কাজল রাঘবানির স্টেজ পারফরমেন্স দেখে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এই ভাইরাল ভিডিওর কথাঃ

খেসারি লাল যাদব ও কাজল রাঘওয়ানির মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয় ইন্টারনেট জগতে। সম্প্রতি ইউটিউবে ভাইরাল এখন কাজল রাঘওয়ানি এবং খেসারি লালের যাদবের একটি গান। নাম, ‘সরসন কে সাগিয়া’। এই গানে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি দেখেই লজ্জা পেয়েছেন অনেকে।

আরও পড়ুন -  ঘূর্ণিঝড় সিত্রাং, ধেয়ে আসছে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, প্রভাব পড়বে কোন কোন জেলায়?

এই ভিডিও ব্যাপক ভাইরাল ইন্টারনেট জগতে। এনারা গভীর রাতের গানটির শুটিং করেছে। খেসারি সাথে কাজল রাঘওয়ানিকে প্রচুর নাচের সাথে রোমান্স করতে দেখা গিয়েছে।এই দুজনের সাহসী কেমিস্ট্রি তাঁদের ভক্তরা খুব পছন্দ করছেন। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। ভাইরাল ভিডিওটি এখানে দেখে নিতে পারেন।