Madhumita Sarcar: বাঁধনছাড়া আবেদন, স্বচ্ছ টপের সাথে শর্টসে, নেটভক্তদের মাথা খারাপ করে দিলেন মধুমিতা

Published By: Khabar India Online | Published On:

Madhumita Sarcar: বাঁধনছাড়া আবেদন, স্বচ্ছ টপের সাথে শর্টসে, নেটভক্তদের মাথা খারাপ করে দিলেন মধুমিতা। 

প্রথম সারির অভিনেত্রী বর্তমানে মধুমিতা সরকার (Madhumita Sarcar) ছোটপর্দা থেকে বড়পর্দায় পা দিয়েছিলেন টলিউডে। তাঁর বাংলা সিরিয়ালে কাজ মানুষের খুব ভালো লেগেছিল। এখন সেই খ্যাতিকে সাথী করে সিনেমায় পা দিয়েছে এই মধুমিতা। অল্প সময়ের মধ্যেই কিছু কিছু ছবিতে কাজ করে ফেলেছেন। কিন্তু মধুমিতার আসল জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।

ছোটপর্দায় বহুদিন হয়ে গেল আর দেখা যায় না মধুমিতাকে। এখন তিনি বড়পর্দার সাথে ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছেন। আবার সোশ্যাল মিডিয়াতেও নিয়ম করে তাঁর অনুরাগীদের জন্য পোস্ট করেন ছবি ও ভিডিও। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মধুমিতা। বিশেষ করে ইনস্টাগ্রামে তাঁর অন্য রকম জনপ্রিয়তা আছে। প্রায় ২.৫ মিলিয়ন ফলোয়ার আছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

আরও পড়ুন -  Bhojpuri: বাথরুমের ভিতরে আম্রপালির সঙ্গে রোমান্টিক হলেন নিরহুয়া, এই সব ভিডিও বাচ্চাদের সামনে দেখা যাবে না

ইদানিং দেখা যাচ্ছে, বোল্ডনেস কয়েক গুণ বেড়েছে মধুমিতার। স্বল্প পোশাকে করা তাঁর ফটোশুটগুলি সবার হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। সম্প্রতি মধুমিতার কিছু ছবি চর্চার কেন্দ্রে এসেছে। তিনি সাদা স্প্যাগেটি স্ট্র্যাপ স্বচ্ছ টপের সাথে ডেনিম শর্টসে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Madhumita Sarcar: এতো ছোট্ট পোশাক ঢাকা পড়ছে না, মধুমিতার হটনেসে বিষম খাওয়ার জোগাড় নেটদুনিয়া

আলো আঁধারি ফ্রেমে চরম আবেদনময়ী ভঙ্গিমায় ধরা দিয়েছেন। আবার সেই ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন’ নামে একটি সিরিয়ালে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এরপর কাজ করেন ‘কেয়ার করি না’ সিরিয়ালেও। সেই ধারাবাহিকটিও খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু মধুমিতাকে সবথেকে বেশি খ্যাতি এনে দেয় স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’। এখানে ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে মধুমিতাকে।

আরও পড়ুন -  দেওয়াল লিখন

তিনি পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। বাংলায় মধুমিতাকে শেষবার দেখা গিয়েছে ‘চিনি ২’ ছবিতে। তিনি শুধুমাত্র বাংলা ছবিতেই নিজেকে আটকে রাখেননি। এরমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও অভিষেকের জন্য তৈরি করছেন নিজেকে। এই ছবির শুটিং হয়ে গেলেও এ ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিনেত্রী মধুমিতা।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)