Weather Update: দুর্যোগের ইঙ্গিত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি হবে?

Published By: Khabar India Online | Published On:

Weather Update: দুর্যোগের ইঙ্গিত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি হবে?

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কবে আসবে দক্ষিণবঙ্গে বর্ষা।
এবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জুন মাস জুড়ে কেমন আবহাওয়া থাকবে সেটাও জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। দেখে নিন।

জুন মাসের আবহাওয়া কেমন থাকবে?

বর্ষা ঢুকে গেছে কেরলে এবং উত্তরবঙ্গে। এর ফলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা অন্যরকম দক্ষিণবঙ্গে। কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে খুব একটা বৃষ্টিপাত হয়নি। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন ঝড় বৃষ্টির প্রবল সম্ভবনা আছে।

আরও পড়ুন -  ঝাল চিতই পিঠে বৃষ্টির দিনে

দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে?

এর মধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি পেয়ে গেছে উত্তরবঙ্গ। তার জেরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। জানানো হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বর্ষা আসতে শুরু করেছে। মৌসুমী বায়ু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবেশ করেছে।

আরও পড়ুন -  প্রায় ৩০০ জন সমর্থক তৃণমুলে যোগদান করেন

উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি চলবে। জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের বহু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আজকের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, আজকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। হুগলী ও পূর্ব বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে চলতে পারে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত। এই দুটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু তাপমাত্রা যে খুব বেশি একটা কমবে এমনটা জানানো যাচ্ছে না। অস্বস্তিকর গরম থাকবে।

আরও পড়ুন -  Weather Update: কোন জেলা ভিজবে বৃষ্টিতে? রাজ্যজুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টি হবে, ওয়েদার আপডেট পড়ুন