Gold Price Today: আবার বদলে গেল সোনার দরদাম, এখন কলকাতায় বাজারদর কত হয়েছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: আবার বদলে গেল সোনার দরদাম, এখন কলকাতায় বাজারদর কত হয়েছে?

সেই পুরাকাল থেকেই ভারতীয় রাজা মহারাজাদের মধ্যে সোনার গয়না পরার চল ছিল। এখনও ভারতে সেই প্রাচীনকালের সংস্কৃতি রয়েছে।

ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে খুব বেশি। আবার সোনার ব্যবহার আছে উপহার দেওয়ার ক্ষেত্রেও। যেমন বিয়েবাড়ি থেকে জন্মদিন বা অন্নপ্রাশন অথবা বার্ষিকী উদযাপন সহ নানা ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি আছে।

আরও পড়ুন -  Ration Card: সাধারণ মানুষের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের, রেশন নিয়ে চিন্তা করতে হবে না

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের তৃতীয় দিন মানে বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ঊর্ধ্বমুখী।

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। আজকে কলকাতায় সোনার দরদাম তা হলে কি রয়েছে চলুন দেখে আসি।

আজকে কলকাতায় সোনার দাম (২৯.০৫.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,২০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৭,১০০ টাকা।

আরও পড়ুন -  MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২৮.০৫.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৯৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৬,৮৫০ টাকা

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
২৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
২৫০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৯.০৫.২০২৪-বুধবার)
৯৬,৬০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ফের চড়া সোনার দাম, কোথায় গিয়ে দাঁড়াল মূল্য?

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৮.০৫.২০২৪-মঙ্গলবার)
৯৬,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে অল্প হয়েছে নিম্নমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩৮৪.৩০ মার্কিন ডলার। আজকে অল্প কমে হয়েছে ২৩৪১.৯০ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা নেই। আজকে দেশীয় বাজারে সোনার দাম হয়েছে ঊর্ধ্বমুখী।