31 C
Kolkata
Friday, April 26, 2024

MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

Must Read

মহেন্দ্র সিং ধোনির শেষ চলতি আইপিএল? অনেক সময় প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মহেন্দ্র সিং ধোনির বক্তব্যেও উঠেছে অবসরের ইঙ্গিত। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির সমর্থকের জোয়ার লেগেছে। পুরো স্টেডিয়াম হলুদ রঙে রাঙিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির ভক্তরা।

এটাই হতে পারে ভারতের কিংবদন্তি অধিনায়কের শেষ আইপিএল। স্টেডিয়ামে মাহিকে গ্লাভস হাতে একটিবার দেখার জন্য ঢল পড়েছে ক্রিকেটপ্রেমীদের।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার বিপক্ষে ঘরের মাটিতে ২২ গজের লড়াইয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচে চেন্নাইকে পরাজয় মেনে নিতে হয়েছে। তবুও মহেন্দ্র সিং ধোনিকে এক নজর দেখে মনের আশা তৃপ্ত করেছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তাই নয়, ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি নিজের সতীর্থদের সাথে মাঠের চারদিকে ঘুরে ক্রিকেটপ্রেমীদের আবদার পূরণ করেন।

আরও পড়ুন -  Venezuela: ভেনেজুয়েলায় নিহত অন্তত ২৫, বন্যা-ভূমিধসে

ক্যামেরায় সেই মনোরম দৃশ্য ধরা পড়তেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, হয়তো নিজের সমর্থকদের নিকট থেকে বিদায় নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।

জানিয়ে রাখি, চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে নিজেদের ঘরের মাটিতে শেষ ম্যাচটি গতকাল খেলেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন মাধ্যমে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা উঠতে শুরু করেছে। নানা জল্পনার মধ্যে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের CEO সিইও কাশী বিশ্বনাথন। তিনি যেদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’‘আমরা বিশ্বাস করি যে, মহেন্দ্র সিং ধোনি পরের বছরও আইপিএল খেলবেন। সেই কারণে আমরা আশা করছি ভক্তরা বরাবরের মতো আমাদের সমর্থন করবেন।’

আরও পড়ুন -  WTC Final 2023: WTC ফাইনাল হেরেছি IPL-এর কারণে, রাহুল দ্রাবিদের মন্তব্যে নিয়ে ক্রিকেট বিশ্ব অবাক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগ খেলে থাকেন। তবে মহেন্দ্র সিং ধোনির আরেকটি আইপিএল মরশুমের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে তাঁর ফিটনেস।

আরও পড়ুন -  IPL: বিপাকে মুম্বাই, লড়াইয়ে শুরুতেই

Latest News

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি। Short Flim টি ১৮+উদ্ধের জন্য তৈরি করা হয়েছে। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img