Bank Holidays: ব্যাংক বন্ধ থাকবে ১২ দিন জুন মাসে, ছুটির তালিকা দেখে নিন।
জুন মাসে কয়েকটি দিনে ছুটি থাকবে ব্যাংক, রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ ছুটির তালিকা মেনে। যেমন ধর্মীয় ছুটি, আঞ্চলিক উৎসব ও সপ্তাহ শেষের ছুটির জন্য জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে নানান জায়গায় ব্যাংক। কিন্তু রাজ্য, শহর ও স্থানভেদে এই ছুটির ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে।
বাংলার সাথে অবশ্যই উত্তর-পূর্বের কোন রাজ্যের ছুটির তালিকা মিলবে না। সেই জন্য ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সারা ভারতে সব সরকারি ও বেসরকারি ব্যাংকে আঞ্চলিক উৎসবগুলির উপর নির্ভর করে ২০২৪ সালের জুন মাসের একটি ছুটির তালিকা ঘোষণা হয়েছে। জুন মাসে কমপক্ষে ১২ দিনের ছুটি থাকবে।
তার মধ্যে রয়েছে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর রবিবারের ছুটি। এই মাসে আবার পাঁচটি রবিবার পড়েছে।
জুন মাসের সম্পূর্ণ ছুটির তালিকা দেখুনঃ
৯ জুন, হিমাচলপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থান রাজ্য মহারানা প্রতাপ জয়ন্তীর জন্য ছুটি থাকবে। ১০ জন পাঞ্জাবের শ্রীগুরু অর্জুনদেব জির শাহাদাত দিবসের জন্য ছুটি। ১৪ জুন পাহিলি রাজার জন্য ছুটি থাকবে উড়িষ্যার ব্যাংকে। ১৫ ই জুন উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ব্যাংক YMA দিবসের জন্য ছুটি থাকবে। রাজা সংক্রান্তির জন্য ছুটি থাকবে ওড়িশার ব্যাঙ্কে। ১৭ জুন ব্যাংক ছুটি থাকবে সারা ভারতে বকরি ঈদ উপলক্ষে। ২১ জুন ভাত সাবিত্রী ব্রতর জন্য বহু রাজ্যের ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
অপরদিকে সপ্তাহ শেষে ব্যাংকের ছুটির তালিকা যদি দেখি, ৮ জুন দ্বিতীয় শনিবার থাকার জন্য সারা ভারতে ব্যাংক বন্ধ থাকবে। ২২ জুন চতুর্থ শনিবার থাকার জন্য ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে। অপরদিকে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ জুন রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
কিন্তু ব্যাংক ছুটি থাকলেও, অনলাইন ব্যাংকিং পুরোপুরি ভাবে চালু থাকবে। মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ঘর থেকে একাউন্ট থেকে অর্থ স্থানান্তর করা যাবে। আবার ইউপিআই ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে।
নগদ তোলার ক্ষেত্রে আপনি এটিএম ব্যবহার করতে পারবেন। এখন ডিজিটাল ব্যাংকিং এর জন্য আপনি ঘরে বসে টাকা তুলতে পারবেন। সেই জন্য আগামী দিনে ব্যাংকে যাওয়ার সময়ে এই ছুটির তালিকা আগে দেখবেন।
ট্যাগঃ
ব্যাঙ্ক ছুটি 2024, জুন-ব্যাঙ্ক-ছুটি, আরবিআই নির্দেশিকা