Rail Recruitment: চাকরির খবর রেলে, কত শূন্য পদ ও কি যোগ্যতা লাগবে? জানুন

Published By: Khabar India Online | Published On:

Rail Recruitment: চাকরির খবর রেলে, কত শূন্য পদ ও কি যোগ্যতা লাগবে? জানুন। 

রয়েছে সুবর্ণ সুযোগ যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভারতীয় রেলে। সরকারি চাকরির জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা বিশাল বড় খবর। ভারতীয় রেলে এবার ১২০০ পদে লোক নিতে চলেছে। লোকো পাইলট ও মালবাহী রেলের গার্ড পদে নিয়োগ করা হবে। এর জন্য কি কি দরকার সব কিছু জেনে নিন?

আরও পড়ুন -  Hydrogen Powered Train: ভারতে চলবে নতুন হাইড্রোজেন চালিত ট্রেন, কবে থেকে এবং কোন রুটে?

লোকো পাইলট ও ট্রেন্স ম্যানেজার পদ ১২০২ পদ।

এখানে এসিস্ট্যান্ট লোকো পাইলট এ নিয়োগ করা হবে ৮২৭ জনকে। অসংরক্ষিত আসন ৪২০। আরেকটি পদে নিয়োগ হবে সেখানে শূন্য পদ রয়েছে ৩৭৫ জন। তার মধ্যে অসংরক্ষিত পদ ১৮৮ জন।

নামকরা আইটিআই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার এবং হিট ইঞ্জিন। এখানে জেনারেল প্রার্থীদের জন্য বয়সসীমা রয়েছে ৪২ বছর। তবে OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর। SC/ST সম্প্রদায়ের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৭ বছর।

আরও পড়ুন -  Indian Railway: ট্রেনের সময় পরিবর্তন হবে, গুরুত্বপূর্ণ খবর

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের মাসিক বেতন সর্বোচ্চ ২ লক্ষ ২ হাজার টাকা। সপ্তম পে কমিশনের লেভেল ২ অনুসারে মাইনে দেওয়া হবে। অপরদিকে ট্রেনস ম্যানেজার পদে নির্বাচিত হলেও এক মাইনে পাবে। কিন্তু লেভেল ৫ অনুসারে বেতন পাবেন তিনি।

যে কোনও স্বীকৃত আইটিআই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, হিট ইঞ্জিন এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি ট্রেড পাশ থাকতে হবে। আইটিআই থেকে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ট্রেনস ম্যানেজার পদের প্রার্থীদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি দরকার।

আরও পড়ুন -  তুমুল বৃষ্টিতে পবন সিং এবং মোনালিসা সব কিছু ভেঙে দিয়ে গভীর রোম্যান্সে মাতলেন, এই সাহসী ভিডিও রইল

প্রতিটি পদের জন্যেই কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তাঁর সাথে থাকবে অ্যাপ্টিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন ইত্যাদি।

১৩ মে থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১২ জুন পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে।