প্রেম হলো লাজুক লতা

Published By: Khabar India Online | Published On:

প্রেম হলো লাজুক লতা

প্রেম হলো লাজুক লতা,
লজ্জায় মাথা নত করে,
হৃদয়ের মাটিতে গোপনে,
মূল বিস্তার করে।

স্পর্শে লাজুক, স্পর্শ পেলে,
পাতা গুটিয়ে নেয়,
তবুও চায় স্নেহের বাতাস,
প্রেমের আলোয় ঝলমলে হতে চায়।

আরও পড়ুন -  গরম জল পান করুন এই সময়

যত্ন নিতে হয় লতার,
জল দিতে হয় প্রতিদিন,
যত্ন করতে হয় ভালোবাসা,
সূর্যের আলো দিতে হয় স্নেহের।

যত্নে লাজুক লতা বেড়ে ওঠে,
ফুলে ভরে ওঠে মন,
প্রেমের সুবাস ছড়িয়ে পড়ে,
জীবন হয় সুন্দর, মন হয় মধুময়।

আরও পড়ুন -  Aindrila Sharma: ফেসবুকে কাতর আর্জি সব্যসাচীর, চিন্তা বাড়াচ্ছে ঐন্দ্রিলার স্বাস্থ্য

তাই ভালোবাসো লাজুক লতাকে,
যত্ন নাও তার প্রতি,
হৃদয়ের মাটিতে ফুটিয়ে তুলো,
প্রেমের অমর সুখের ফুল।