DRDO Apprentice Training 2024: আগে প্রশিক্ষণ তারপর চাকরি, আবেদন করে ফেলুন

Published By: Khabar India Online | Published On:

DRDO Apprentice Training 2024: আগে প্রশিক্ষণ তারপর চাকরি, আবেদন করে ফেলুন। 

বর্তমান সময়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া কঠিন থেকে আরও কঠিন হচ্ছে। শুধু মাত্র পরীক্ষা দিয়ে পাস করলেই হবে না, এর সাথে প্রিলি, মেনস এবং ইন্টারভিউ দিতে হয়। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে যেখানে এক বছরের বিনামূল্যে প্রশিক্ষণের পর নিয়োগ হবে।

প্রতিরক্ষা ধাতু বিদ্যা গবেষণাগারে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন -  আমার শহর

যেখানে কিভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কি? বয়স সীমা বা কি? আগে বিস্তারিত পড়ুন।

DRDO Apprentice Training 2024:

মোট আটটি আলাদা আলাদা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোট ১২৭ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। নীচে ট্রেডের নাম এবং শূন্যপদগুলি দেখুন।

1)ফিটার- ২০
2)টার্নার-৮
3)মেশিনিস্ট-১৬
4)ওয়েল্ডার – ৪
5)ইলেকট্রিশিয়ান – ১২
6)ইলেকট্রনিক্স- ৪
7)কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট -৬০
8)কার্পেন্টার- ২
9)বুক বাইন্ডার- ১

ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানুনঃ

আরও পড়ুন -  T20 World Cup: মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার, টি-টোয়েন্টি বিশ্বকাপের

Act Apprentice 1961এর নিয়ম অনুসারে Apprentice প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে এক বছর। সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসের স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।

শিক্ষাগত যোগ্যতাঃ

উপরিউক্ত যেকোনো ট্রেডে আবেদন করতে চাইলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। আর সাথে নির্দিষ্ট ট্রেডে NCVT/SCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।

যারা ইতিমধ্যে Apprentice প্রশিক্ষণ নিচ্ছেন তারা আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন -  Urfi Javed: বেহাল অবস্থা ফুলে গেছে, সর্বনাশ উরফি জাভেদের!
জয়নিং এর সময় প্রয়োজনীয় ডকুমেন্টঃ
• জন্ম প্রমাণপত্র
• আধার কার্ড অথবা ভোটার কার্ড
• Educational Qualification Documents
• Police Verification Certificate
• Medical Certificate
• Cast Certificate
• Any Other Documents

আবেদনের শেষ তারিখঃ ৩১ মে ২০২৪

আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আগে দেখে নিন। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

ট্যাগঃ
ডিআরডিও শিক্ষানবিশ প্রশিক্ষণ 2024