Bhojpuri: এবার নেহা মালিক সমুদ্রের তীরের পাশের জলকে গরম করেন দিলেন, আবার সেই ছবি শেয়ার করেছেন

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: এবার নেহা মালিক সমুদ্রের তীরের পাশের জলকে গরম করেন দিলেন, আবার সেই ছবি শেয়ার করেছেন।

ভোজপুরী সংস্কৃতি, ঐতিহ্য এবং বিনোদনের এক অমূল্য মেলবন্ধন।

ভোজপুরী ভিডিও সং শুধু গান বা বিনোদনের মাধ্যম নয়, এটি ভোজপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের। এই গানগুলি গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরে, দুঃখ, আনন্দ, উৎসব, এবং আরও অনেক কিছুকে প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়ায় সব সময়ে মুহূর্তে মুহূর্তে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও এবং ছবি। বিশেষ করে ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে খুবই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বহু অতি সাধারণ যুবতীরা তাদের নিজেদের সাহসিকতাকে কাজে লাগিয়ে হচ্ছেন সেলিব্রেটি। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই ও ববিতা শেরার এমন একাধিক যুবতী আছেন, যারা সাহসিকতাকে সাথী করে লক্ষ লক্ষ ফলোয়ার্স বাড়াচ্ছেন এই উপায়ে।

আরও পড়ুন -  Nusrat Jahan: বিগ বসের ঘরে, নুসরত জাহান কি বাদ?

বলা যেতেই পারে, বলিউডের প্রথা ভেঙে এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ার সুবিধার জন্য আলোচনায় স্থান পেয়ে চলেছেন বহু সাধারণ মানুষ। ভারতীয় তরুণীরা এখন আধিপত্য বিস্তার করছেন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায় আছেন আট থেকে আশি বছরের সব মানুষ।

আরও পড়ুন -  Durga Pujo-2022: রহড়া রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো

আবার যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলি দারুণ উপভোগ করেন, তারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেন।

কিন্তু বিগত কয়েক বছরে সাহসিকতার সব সীমা অতিক্রম করেছেন ভোজপুরি অভিনেত্রীরা। তারা সিনেমার সাথে বহু অ্যালবাম গানে খোলামেলা রোমান্স দেখিয়ে সংবাদ শিরোনামে এসে আলোচিত হয়েছেন। নানান রকমের অ্যাপ্লিকেশনে নিজেদের সাহসী কর্মকাণ্ডের অংশ শেয়ার করেও ভাইরাল হচ্ছেন বহু অভিনেত্রীরা।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক সফল অভিনেত্রী নেহা মালিক সম্প্রতি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেষ ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে নেহা মালিককে সাদা বিকিনিতে সমুদ্রের তীরে উষ্ণতা আরও বাড়াতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে কার্ভি ফিগার দেখে নিয়ন্ত্রণের বাইরে তার ভক্তদের। এবার উপভোগ করুন নেহা মালিকের সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Nehhaa Malik (@nehamalik335)


ট্যাগঃ
ভোজপুরি হট অভিনেত্রী নেহা মালিক, নেহা মালিক হট লুক, নেহা-মালিক-হট-ফটো, নেহা মালিক ভাইরাল ভিডিও

আরও পড়ুন -  Bhojpuri Song: আম্রপালি দুবের হট স্টাইল ভক্তদের উত্তেজিত করেছে, ইন্টারনেটে ভিডিও ভাইরাল