Ranu Mondal: আবারো ক্যামেরার সামনে মঞ্চে গান গাইলেন রানু

Published By: Khabar India Online | Published On:

Ranu Mondal: আবারো ক্যামেরার সামনে মঞ্চে গান গাইলেন রানু। 

এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিনেদিনে বেড়ে চলেছে। এখন সকলে জানেন। সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হচ্ছে। এর মাধ্যমে রাতারাতি চর্চায় উঠে আসে বিভিন্ন জগতের বিভিন্ন নাম। অচেনা অজানা মানুষ আচমকাই জনপ্রিয় হয়ে ওঠেন তাদের প্রতিভার জন্য।

সেই রকম একজন মানুষ হলেন রানু মণ্ডল (Ranu Mondal)। বছর পাঁচেক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান হটাৎ করে। জানা গেল তাঁর গানের গলা মুগ্ধ করেছে আপামর জনসাধারণকে।

আরও পড়ুন -  Dance Video: 'ফাগুনের মোহনায়', হলুদ শাড়িতে অসাধারণ নাচ সুন্দরী তরুণীর ভিডিও ভাইরাল!

রানাঘাটের স্টেশনে মলিন শতছিন্ন কাপড়ে বসে থাকা এই ভবঘুরে মহিলার কণ্ঠে লতা মঙ্গেশকরের গান শুনে সকলে চমকে উঠেছিল নেটদুনিয়ায়। লতাকণ্ঠী রানু গেয়েছিলেন ‘এক পেয়ার কা নগমা হ্যায়’। সেই ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পাড়ায় পাড়ায় চর্চ্চা শুরু হলো। রানুর গলার সুর চমকিত করেছিল সবাইকে সেই থেকেই শুরু তাঁর উত্থানের। একটি ভাইরাল ভিডিওর দৌলতে তিনি পেয়ে গিয়েছিলেন মুম্বইয়ের যাবার টিকিট। এরপর নানান শোতে মুখ দেখানো। তারপর খ্যাতনামা সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে গান গাওয়ার সুযোগ পাওয়া।

আরও পড়ুন -  যদি নগদ আটকে যায় ATM থেকে টাকা তোলার সময়, এই কাজটি করুন, সমাধান করবে RBI

সেই সব দিনগুলি স্বপ্নের মতো কাটছিল রানুর। সকলের মুখে মুখে ছিল তাঁর নাম।

এই সুখ বেশিদিন তাঁর কপালে ছিলো না। অচিরেই কিছু ভিডিও ভাইরাল হতে শুরু করে। আবার যেখানে বিভিন্ন ভাবে ট্রোলড হন রানু মণ্ডল। যা জনপ্রিয়তা পেয়েছিলেন, সব খুইয়ে আবার রানাঘাটে ফিরে আসেন। আবার সেই ভাঙাচোরা বাড়িতে। এরপরের ঘটনা সকলেরই জানা। ইউটিউবারদের উৎপাতেই অতিষ্ঠ রানু। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা। অবস্থার কিছু উন্নতি হয়নি রানুর। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরেকটি ভিডিও যা দেখে কয়েক বছর আগে ফিরে গিয়েছেন নেটিদর্শকরা।

আরও পড়ুন -  Short Film: হিম শীতের রাতে শরীর উত্তপ্ত করছে শর্ট ফিল্মটি, ভরপুর বিনোদন রয়েছে

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, একটি শোতে গান গাইছেন রানু। দক্ষিণ ভারতীয় কোনো শোতে গিয়েছেন তিনি। ‘নাজায়েজ’ ছবির অলকা ইয়াগনিকের গাওয়া ‘তুঝে পেয়ার করতে করতে’ গানটি গেয়েছেন। তাঁর সুমধুর কণ্ঠ শুনে উপস্থিত অনেকে প্রশংসাও করছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০২৪ সালে দ্বিতীয় বার গান গাওয়ার চান্স পেলেন রানু মণ্ডল’। কিন্তু এটি কবেকার ভিডিও, কোন শোতে তিনি গিয়েছিলেন সেই সব তথ্য জানা যায়নি।

ট্যাগঃ
রানু মন্ডল, রানু মন্ডলের গান, ভাইরাল ভিডিও