শুরু হয়ে গেলো কেনাকাটা, শোভনের সাথে বিয়ের জন্য দামী নেকলেস কিনছেন সোহিনী!

Published By: Khabar India Online | Published On:

শুরু হয়ে গেলো কেনাকাটা, শোভনের সাথে বিয়ের জন্য দামী নেকলেস কিনছেন সোহিনী!

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন -  Sohini Sarkar: বুকের খাঁজ রয়েছে স্পষ্ট, গভীর কালো পোশাকে উত্তাপ আরও বাড়ালেন সোহিনী

এবার করতে চলেছেন বিয়ে শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) ও সোহিনী সরকার (Sohini Sarkar) অনেকদিন ধরে তাঁদের মধ্যে বিশেষ সম্পর্কের গুঞ্জন উঠেছে। অবশেষে পরস্পরের মধ্যে মানুষকে খুঁজে পেয়েছেন তাঁরা দুজনে।

কিন্তু এখনও পর্যন্ত এই সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর না পড়লেও তাঁদের প্রেমটা লুকনো নেই। প্রায় সকলে জানেন।

শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন ও সোহিনী। প্রথমে শোনা গিয়েছিল, জুলাই মাসে নাকি বিয়ে করতে চলেছেন। শেষমেষ ঠিক হয় ২০২৪ এর নভেম্বরে বসবে এই বিয়ের আসর। সোহিনী অবশ্য এখন থেকেই শুরু করে দিয়েছেন বিয়ের কেনাকাটা। জানা যাচ্ছে, এক নামী গয়না প্রস্তুতকারক দোকানে নাকি অর্ডার দিয়ে নিজের পছন্দসই হার বানাচ্ছেন সোহিনী।

আরও পড়ুন -  Viral Video: সবুজ প্রকৃতির মাঝে যুবতীর নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। তাঁর পুরনো সম্পর্ক তাঁকে শিখিয়েছে তাড়াহুড়ো করা উচিত নয়। সোহিনী বলেন, সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত নয়। শোভন হয়তো কিছু ছবি দিয়ে ফেলেছেন। তবে অনেক কিছু আছে। যা হবে ভবিষ্যতে দেখা যাবে। সোহিনী জানান, তাঁরা ভালো আছেন। সবকিছু দেখিয়ে দিয়ে তারপর সেই সম্পর্ক ভেঙে গেলে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে। মাস খানেক আগেই তাঁরা সুইডেন ঘুরে এসেছেন শোভন-সোহিনী।

আরও পড়ুন -  মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে বন্যার কারণে প্রাণহানির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহর শোক জ্ঞাপন

সোহিনী এর আগে রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। এক সাক্ষাৎকারে রণজয় বলেন, সোহিনী নতুন সম্পর্কে জড়িয়েছেন। তিনি এখনো একা রয়েছেন। তাই তাঁকে নিয়ে গল্প ছড়াচ্ছে। কোনোদিনই লুকিয়ে কিছু করেননি তিনি। সোহিনীকে চেনেন দীর্ঘদিন। ২০১৩ থেকে তাঁদের পরিচয়। সম্পর্কে জড়ান ২০১৯ সালে। শুরুটা হয়েছিল দার্জিলিংয়ে। রণজয় বলেন, সোহিনীকে সত্যিই ভালোবাসেন তিনি। শোভনের সাথে ভালো থাকুন তিনি, এটাই তাঁর চাওয়া।

ট্যাগঃ
সম্পর্ক, শোভন গাঙ্গুলি, সোশ্যাল মিডিয়া, সোহিনী সরকার