Soumitrisha Kundu: প্রথম প্রেম কেন ভেঙেছিল? সৌমিতৃষার

Published By: Khabar India Online | Published On:

Soumitrisha Kundu: প্রথম প্রেম কেন ভেঙেছিল? সৌমিতৃষার। 

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন -  Nusrat Jahan : জীবনের লক্ষ্যকে গুরুত্ব দিলে বন্ধুর সংখ্যা কমবেঃ বার্তা দিলেন নুসরত

ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকে দর্শকদের বিশেষ করে এভার গ্রিন অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে। আবার যদি সেই অভিনেত্রীর নাম হয় সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

ছোটপর্দার প্রিয় নায়িকা হলেন সৌমিতৃষা। সিনেমায় তিনি পা রাখলেও এখনো বহু মানুষের কাছেই তিনি ‘মিঠাই’ হয়েই আছে। তাঁর পেশাগত জীবন এখন সকলেরই জানা। এখন এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম জীবন নিয়ে অনুরাগীদের অনেক কৌতূহল আছে।

মিঠাই সিরিয়াল চলাকালীন নায়ক সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত রায়ের সাথে তাঁর অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে গিয়েছিলো। ‘আদৃতৃষা’ অনুরাগীরা চেয়েছিলেন বাস্তবেও তাঁদের জুটি হিসেবে দেখা। এমনকি পরবর্তীতে কৌশাম্বী চক্রবর্তীর সাথে আদৃতের সম্পর্কের কথা ছড়িয়ে পড়তে তীব্র বিতর্ক হয়েছিল অনুরাগীদের কাছে।

আরও পড়ুন -  LPG: এলপিজি সিলিন্ডার ৪৫০ টাকায়! রাখীবন্ধন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার

তখন সৌমিতৃষা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কারোর সঙ্গেই প্রেমের সম্পর্ক নেই। তাঁরা শুধুমাত্র বন্ধু। কিন্তু অনেকের মতো প্রেম তাঁর জীবনেও এসেছিলো।

এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানান, তাঁর কোচিংয়ে দু ক্লাসের বড় এক সহপাঠী প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল তাঁকে। সহপাঠীরা তখন অনেকেই প্রেম করছেন। সৌমিতৃষাও রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী বলেন, প্রস্তাবে রাজি তিনি হয়েছিলেন ঠিকই, তবে ওই পর্যন্তই। হুজুগে পড়ে নাকি রাজি হয়েছিলেন তিনি। এদিকে বাড়ির চাপ আর অভিনয়ের চাপে কোথাও দেখা সাক্ষাৎ করতেও যেতে পারতেন না তিনি। বিরক্ত হয়ে গিয়েছিলেন সৌমিতৃষার প্রেমিক। চুমু পর্যন্ত এগোনোর আগেই প্রেম ভেঙে যায়।

আরও পড়ুন -  Company: চোরেদের উপদ্রবে জরাজীর্ণ ধ্বংসের পথে, ব্রিটিশ আমলে তৈরি কারখানা

প্রসঙ্গত, বিভিন্ন চ্যানেলে বহু সিরিয়ালে অভিনয় করলেও জি বাংলার মিঠাই ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে গিয়েছে। এতটাই খ্যাতি পেয়েছিল ধারাবাহিকটি যে, তারপরে সিনেমাতেও সুযোগ পেয়ে যান। টলিউড সুপারস্টার দেবের সাথে ‘প্রধান’ ছবিতে অভিনয় করেছেন সৌমিতৃষা। বক্স অফিসেও ভালো ছাপ ফেলেছে এই ছবিটি।

আগামীতে ছোটপর্দার বদলে সিনেমাতেই কেরিয়ার গড়ার কথা ভাবছেন সৌমিতৃষা। কিন্তু এখনও কোনো নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করেননি।

ট্যাগঃ
সম্পর্ক, সৌমিত্রীষা কুন্ডু, টলিউড অভিনেত্রী