Gold Price Today: স্বস্তির নিঃশ্বাস ক্রেতাদের, কলকাতায় সোনার দাম কমেছে

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: স্বস্তির নিঃশ্বাস ক্রেতাদের, কলকাতায় সোনার দাম কমেছে। 

আবার সাতপাকে বাঁধা পড়ার হিড়িক পড়বে বাংলায়। সামনে আসছে বৈশাখ মাস। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে উঠবে উলু সানাই। কারোর বাড়িতে চলবে বিয়ের তোড়জোড়। শাড়ির দোকানে যেমন ভিড় করবে ক্রেতারা, তেমনি গয়নার দোকানেও প্রতিদিনই আসবে ক্রেতারা।

কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনবে সোনার গয়না, কেউ আবার নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনতে বার হবেন। আবার এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা।

আরও পড়ুন -  Nayantara Wedding: নয়নতারার বিয়ে, ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের শেষ দিন মানে শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে নিম্নমুখী।

এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দামও। স্বস্তির
নিঃশ্বাস ক্রেতাদের, কলকাতায় সোনার দাম কমেছে।

আজকে কলকাতায় সোনার দাম (০৬.০৪.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৯,৯৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৪,১৪০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: আজকে ১০ গ্রাম সোনার দাম কত যাচ্ছে? বেড়েছে না কমেছে

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(০৫.০৪.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৯,৯৮০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৪,১৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০৬.০৪.২০২৪-শনিবার)
৮১,৬০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৫.০৪.২০২৪-শুক্রবার)
৮১,৭০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: কমে গেল সোনার দাম, কলকাতার বাজারদর কি বলছে?

প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২৮৬.৫০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২৯৯.৬০ মার্কিন ডলার। তার জন্য প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি। এর কারণ আজকে সোনার দাম রয়েছে নিম্নমুখী।

ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ