Video: তুমুল বৃষ্টিতে আম্রপালির শরীরে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নিরাহুয়া, এই সব ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে ঘুম আসবে না

Published By: Khabar India Online | Published On:

Video: তুমুল বৃষ্টিতে আম্রপালির শরীরে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নিরাহুয়া, এই সব ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে ঘুম আসবে না।

অন্যতম সুপারস্টার দীনেশ লাল যাদব ভোজপুরী সিনেমার দুনিয়ায়। আবার তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই বেশি পরিচিত। তাঁর এক একটি ছবি ইউটিউবে এলেই সকলে ঝাঁপিয়ে পড়েন, ছবিটি দেখার জন্য।

মুহূর্তের মধ্যেই সেই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুধুমাত্র নতুন গানই নয়, বহু পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো এখনো পর্যন্ত জনপ্রিয়তায় রয়েছে। ভোজপুরী সিনেমার দুনিয়ায় দীনেশ লাল যাদব এক উজ্জ্বল নক্ষত্র।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ১৫ ই ডিসেম্বর কচ্ছ সফর করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন

বর্তমানে ভোজপুরী সিনেমাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন এই দীনেশ লাল যাদব। কিন্তু শুধুমাত্র তাঁর ভোজপুরী দর্শক তা কিন্তু নয়, সারা প্রান্তে ছড়িয়ে রয়েছে। ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। আবার শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ কিংবা ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তাঁর ভক্ত।

ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

আরও পড়ুন -  Mahesh Babu: প্রিয়জন হারালেন মহেশ বাবু

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এক মুহূর্তে। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরী সিনেমা দুনিয়ায় তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট।

এনার মতন তারকা ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

দারুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু সিনেমাটি অনেক পুরনো। সেই পুরনো সিনেমার একটি গান আবার নতুন করে মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ‘কারেলা মান পাত যায়ি’ গানের সাথে দুর্দান্ত নাচলেন দুজনেই, অভিনেতা ও অভিনেত্রী।

আরও পড়ুন -  Bhojpuri Song: আম্রপালিকে একা বন্ধ ঘরে পেয়ে নিয়ন্ত্রণের বাইরে গেলেন নিরাহুয়া, দুষ্টুমি শুরু

অসাধারণ রোমান্টিক মুড প্রত্যেককে বেশ উপভোগ করেছেন। সিনেমার নাম আশিক আওয়ারা। সিনেমার প্রডিউসার প্রেমরাই। গান গেয়েছেন নিরাহুয়া এবং কল্পনা। ভোজপুরী এইচ ডি নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। ছয় বছর আগে প্রায় ২৩ লাখ মানুষ দেখে নিয়েছেন। এবার আপনি দেখতে পারেন।

ট্যাগঃ
আম্রপালি দুবে, নাচের ভিডিও, নিরহুয়া