Gold Price Today: অনেকটা বেড়ে গেল সোনার দাম, কলকাতার ক্রেতারা চিন্তায় পড়লেন

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: অনেকটা বেড়ে গেল সোনার দাম, কলকাতার ক্রেতারা চিন্তায় পড়লেন।

অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলায় হয়েছিলো বিয়ে। এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি চিন্তায় ছিলেন মধ্যবিত্তরা। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি যেন ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও রয়েছে সোনার মূল্যবৃদ্ধি।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী।আজকে সপ্তাহের তৃতীয় দিন মানে বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন -  Gold Price: আজ সস্তা হল সোনার গয়না, বড় সুখবর লক্ষ্মীবারে, লেটেস্ট রেট দেখুন

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। অনেকটা বেড়ে গেল সোনার দাম। আজকে কলকাতায় সোনা দাম কেমন রয়েছে জেনে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (০৩.০৪.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৯,৮৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৪,০৫০ টাকা।

আরও পড়ুন -  Urfi Javed: অর্ধ উলঙ্গ অভিনেত্রী উরফি! জন্মদিনের আগেই ব্যাপক ট্রোলড বিকৃত পোশাকে

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(০২.০৪.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৯,১১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৩,৩৫০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৭৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৭০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০৩.০৪.২০২৪-বুধবার)
৭৯,১০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০২.০৪.২০২৪-মঙ্গলবার)
৭৯,০০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  দীপাবলি উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে সামান্য রয়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২৫২.১০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২৮৬.৫০ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে দেখা গেছে। সোনার দাম আজকে রয়েছে ঊর্ধ্বমুখী।

ট্যাগঃ
আর্থিক খবর, সোনার দাম, সোনার দাম আজ