গ্রীষ্মকালের দহন

Published By: Khabar India Online | Published On:

গ্রীষ্মকালের দহন

অগ্নিঝরা রোদের তীব্রতা,
পৃথিবী যেন আগুনে জ্বলছে।
বাতাসে গরমের ঝাপটা,
ঘামে ভিজে সব শরীর প্যাচ প্যাচ করছে।

পাখিরা গান গাইছে না,
গাছের পাতা ঝরে গেছে।
নদী-নালা শুকিয়ে গেছে,
মাঠে ফসল পুড়ছে।

আরও পড়ুন -  Web Series: ডাক্তারের সাথে ঘনিষ্ঠতা চিকিৎসা করাতে গিয়ে, ঘরের দরজা বন্ধ করে দেখতে হবে সিরিজটি

মানুষ ঘরে বন্দি,
বাইরে বেরোনোর ইচ্ছে নেই।
শুধু ঠান্ডা জল আর ঠান্ডা ঘর,
এটাই সবাই চাইছে।

এই গরমের মাঝেও,
কিছু সুখ আছে লুকিয়ে।
আমের শরবত, সাথে ঠান্ডা জল,
আর বন্ধুদের সাথে আড্ডা।

আরও পড়ুন -  Mauna Loa: সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে বিশ্বের সবচেয়ে বড়

গরমের কষ্ট সহ্য করে,
উপভোগ করি
গ্রীষ্মের এই সুখ।