গ্রীষ্মকালের দহন

Published By: Khabar India Online | Published On:

গ্রীষ্মকালের দহন

অগ্নিঝরা রোদের তীব্রতা,
পৃথিবী যেন আগুনে জ্বলছে।
বাতাসে গরমের ঝাপটা,
ঘামে ভিজে সব শরীর প্যাচ প্যাচ করছে।

পাখিরা গান গাইছে না,
গাছের পাতা ঝরে গেছে।
নদী-নালা শুকিয়ে গেছে,
মাঠে ফসল পুড়ছে।

আরও পড়ুন -  Hot Weather: উত্তরবঙ্গের জেলা জুড়ে গরমে মানুষ নাজেহাল, পুলিশের গ্লুকোজ ও জলদান কর্মসূচি

মানুষ ঘরে বন্দি,
বাইরে বেরোনোর ইচ্ছে নেই।
শুধু ঠান্ডা জল আর ঠান্ডা ঘর,
এটাই সবাই চাইছে।

এই গরমের মাঝেও,
কিছু সুখ আছে লুকিয়ে।
আমের শরবত, সাথে ঠান্ডা জল,
আর বন্ধুদের সাথে আড্ডা।

আরও পড়ুন -  IND vs SL Dream 11 Prediction: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ফ্যান্টাসি টিপস

গরমের কষ্ট সহ্য করে,
উপভোগ করি
গ্রীষ্মের এই সুখ।