Gold Price Today: মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর আজ কি বলছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর আজ কি বলছে?

সাতপাকে বাঁধা পড়ার হিড়িক পড়েছিল সারা বাংলায়। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে উঠেছিল সানাই ফাগুন মাসে।বাড়িতে চলছিল তোড়জোড়। শাড়ির দোকানে ভিড় জমেছিল ক্রেতাদের। আবার সেই রকম গয়নার দোকানেও প্রতিদিনই ভিড় করেছিলেন ক্রেতারা।

যেমন কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনেছিলেন গয়না, কেউ নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনতে গিয়েছিলেন। এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় ছিলেন মধ্যবিত্তরা।

আরও পড়ুন -  Gold Price Today: পরিবর্তন সোনার দাম, আজকে কি হলো সোনার দাম?

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল রবিবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। আজকে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।

এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। আজকে মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর আজ কি বলছে? চলুন দেখি।

আজকে কলকাতায় সোনার দাম (০১.০৪.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৮,৪৪০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬২,৭৪০ টাকা।

আরও পড়ুন -  Unemployment: বিশ্বে বাড়বে বেকারত্ব, চলতি বছরঃ আইএলও

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(৩১.০৩.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৮,৪৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬২,৭৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০১.০৪.২০২৪-সোমবার)
৭৭,৯০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (৩১.০৩.২০২৪-রবিবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় 40 জন গ্রামবাসী, পুলিশ প্রশাসন ও বনদপ্তর থেকে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, সোমবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২২৭.৫০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২৫৯.১০ মার্কিন ডলার। কিন্তু এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি।

ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ