Gold Price Today: গরমকালে সোনার দাম বেড়েছে না কমেছে, কি বলছে কলকাতার বাজারদর?
আজকে সোনার দাম বেড়েছে না কমেছে এই গরমকালে। অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলায় হয়েছিলো বিয়ে। সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধিতে চিন্তায় পড়েছিলেন মধ্যবিত্তরা।
সেই সময়ে সোনা কিনতে কপাল ঘামে ভিজেছিল মানুষের।হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও রয়েছে সোনার মূল্যবৃদ্ধি।
সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের পঞ্চম দিন মানে শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম আছে ঊর্ধ্বমুখী। গরমকালে সোনার দাম বেড়েছে।
এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। এবার দেখুন গরমকালে সোনার দাম বেড়েছে না কমেছে।
আজকে কলকাতায় সোনার দাম (২৯.০৩.২০২৪-শুক্রবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৭,৩২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,৭১০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম,-(২৮.০৩.২০২৪-বৃহস্পতিবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৭,৩১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,৭০০ টাকা।
আজ মূল্যবৃদ্ধি।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।
আজকে কলকাতায় রূপোর দাম (২৯.০৩.২০২৪-শুক্রবার)
৭৭,৬০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৮.০৩.২০২৪-বৃহস্পতিবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।
আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।
প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য রয়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৯৪.৮০ মার্কিন ডলার। আজকে সেখানে অল্প বেড়ে হয়েছে ২২২৭.৫০ মার্কিন ডলার। সেই কারণে দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেছে। আজকে সোনার দাম বেড়েছে।কলকাতার বাজারদর এই রকম রয়েছে আজকে।
ট্যাগ-
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, সোনার দাম-কলকাতায় সোনার দাম, আজ সোনার দাম, কলকাতায় রৌপ্যের দাম, আজ রূপার দাম