Gold Price Today: কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনার গয়না!

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনার গয়না!

অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলায় চলেছে বিয়ের মরশুম। এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি বিপাকে ফেলেছিল মধ্যবিত্তদের চিন্তায়। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও অব্যহত রয়েছে সোনার মূল্যবৃদ্ধি।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী।আজকে সপ্তাহের ছুটির দিন মানে রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে স্থিতিশীল।

আরও পড়ুন -  Super Twelve Match: শ্রীলঙ্কা টিকে রইল, আফগানদের বিদায় করে

এদিন বৃদ্ধি অথবা হ্রাস পেল না রূপোর দামও। আজকে তাহলে কলকাতায় কি দাম রয়েছে সোনার। দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২৪.০৩.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৮২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,২৫০ টাকা।

আরও পড়ুন -  “মা আসছে", আগমণীর সাজে নানান রূপে অভিনেত্রী রূপা

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২৩.০৩.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৮২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,২৫০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৪.০৩.২০২৪-রবিবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সরকার ১০ এমটি ও ২০ এমটি ক্ষমতা সম্পন্ন ২০ টি ক্রায়োজেনিক ট্যাঙ্কার আমদানি করেছে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৩.০৩.২০২৪-শনিবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২০৩.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য কমে হয়েছে ২১৭৪.৫০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।