Gold Price Today: কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনার গয়না!

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনার গয়না!

অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলায় চলেছে বিয়ের মরশুম। এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি বিপাকে ফেলেছিল মধ্যবিত্তদের চিন্তায়। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও অব্যহত রয়েছে সোনার মূল্যবৃদ্ধি।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী।আজকে সপ্তাহের ছুটির দিন মানে রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে স্থিতিশীল।

আরও পড়ুন -  Durga Pujo-2022: কাঁধে ঢাক তুলে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মণ্ডপে এসে

এদিন বৃদ্ধি অথবা হ্রাস পেল না রূপোর দামও। আজকে তাহলে কলকাতায় কি দাম রয়েছে সোনার। দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২৪.০৩.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৮২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,২৫০ টাকা।

আরও পড়ুন -  Ashish Vidyarthi: বিবাহ বন্ধনে ৬০ বছর বয়সী আশিষ বিদ্যার্থী, আবার নতুন জীবন শুরু

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২৩.০৩.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৮২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,২৫০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৪.০৩.২০২৪-রবিবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  নতুন বছর আসতেই সোনার দাম কমলো, ১০ গ্রাম সোনার সর্বশেষ দাম জেনে নিন

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৩.০৩.২০২৪-শনিবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২০৩.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য কমে হয়েছে ২১৭৪.৫০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।