Gold Price Today: কলকাতার বাজারে বাড়লো সোনার দাম

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: কলকাতার বাজারে বাড়লো সোনার দাম।

কলকাতা থেকে বাংলার ঘরে ঘরে বেজে উঠেছিল সানাই। কারো বাড়িতে চলছিল তোড়জোড়।এদিকে শাড়ির দোকানে ভিড় জমেছিল। তেমনই গয়নার দোকানেও রোজ আসছিলেন হাজার হাজার ক্রেতা। কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনেছিলেন গয়না।

কেউ বা নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনতে বেরোচ্ছিলেন। এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় পড়ছিল মধ্যবিত্তরা।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের পঞ্চম দিন মানে শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল ঊর্দ্ধমুখী।

আরও পড়ুন -  Gold Price: সোনার দামে ঝড় কেন এত উচ্চ? এই প্রশ্নের উত্তর জানতে হলে পড়ুন

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। আজকে কলকাতায় সোনার দাম দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২২.০৩.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৭,৪৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,৮১০ টাকা।

আরও পড়ুন -  App for Yellow Taxi: হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ নিয়ে আসছে সরকার, দৌরাত্ম কমাতে অ্যাপ ক্যাবের

গতকাল কলকাতায় ছিল সোনার দাম, (২১.০৩.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৭,৪২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,৮০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২২.০৩.২০২৪-শুক্রবার)
৭৮,৬০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Football: পিএসজির ড্র, বার্সেলোনার জয়ের দিনে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২১.০৩.২০২৪-বৃহস্পতিবার)
৭৮,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১,০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী হয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২০৩.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য কমে হয়েছে ২১৭৪.৫০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি।