Gold Price Today: সোনার দামে অস্বস্তি ক্রেতাদের, কলকাতায় কত দাম?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার দামে অস্বস্তি ক্রেতাদের, কলকাতায় কত দাম?

ফাল্গুন মাস হয়েছে শেষ। বাঙালির ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে চৈত্র মাস। ফাল্গুন মাস মানেই বিয়ের মাস। তার কারণ এই মাসে সবথেকে বেশি বিয়েবাড়ি হয় এই বাংলার বুকে। বিয়েবাড়ি মানে শাড়ি কাপড় কেনাকাটা। আবার অন্যদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে।

এই সময় বাড়ির বিয়েবাড়ি হোক অথবা উপহার, গয়না কমবেশি সকলে কিনে থাকেন। মধ্যবিত্ত ক্রেতাদের বাড়ে চিন্তা।

আরও পড়ুন -  Mouni Roy: দীর্ঘ জল্পনার অবসান, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী মৌনি রায়

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্দ্ধমুখী।
এদিন বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। আজকে কলকাতায় সোনার দাম কেমন জেনে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২১.০৩.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৭,৪২০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় সোনার দাম কমের দিকে, স্বস্তির খবর ক্রেতাদের জন্য, কলকাতায় কি খবর?

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,৮০০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২০.০৩.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৩৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৮০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১,০৯০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১,০০০ টাকা।

আরও পড়ুন -  বিজেপির বৈঠকে অনুপস্থিত কৈলাস বিজয়বর্গীয়, দূরত্ব শুরু হয়েছে

আজকে কলকাতায় রূপোর দাম (২১.০৩.২০২৪-বৃহস্পতিবার)
৭৮,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২০.০৩.২০২৪-বুধবার)
৭৭,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১,৫০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৬১.১০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২০৩.৯০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে পড়েছে।