Kiara Advani: ডিপনেক নীল গাউনে রূপকথার রাজকন্যা, পুরুষ ভক্তদের মন ভরালেন কিয়ারা

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয়তার তালিকায় অভিনেতা ও অভিনেত্রীদের মুখও বদলাতে থাকে সময় বদলানোর সাথে সাথে। এই যুগের সাথে পরিবর্তন হয় তাঁদের খ্যাতিও। রেখা ও জয়া বচ্চন পরবর্তী যুগে রাজত্ব করেছিলেন মাধুরী এবং জুহি চাওলারা।

এরপরে সময়ে এক নম্বর অভিনেত্রী বলতেই নাম আসত করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়াদের। এখন আবার তরুণ প্রজন্মের দাপট বেশি এই বলিউডে। তালিকায় যে নামটি না নিলেই নয় তিনি হলেন কিয়ারা আডবানী (Kiara Advani)।

তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে বলিউডের প্রথম সারিতে উঠে এসেছেন কিয়ারা। বর্তমানে অধিকাংশ পরিচালক প্রযোজকদের পছন্দের অভিনেত্রী। নানান ছবিতে সাবলীল অভিনয় প্রতিভার প্রদর্শন করে দর্শকদেরও মন জয় করেছেন।

আরও পড়ুন -  Ayendri Roy: আঁটোসাঁটো শর্ট পোশাকে তাঁর ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন আয়েন্দ্রি!

শুধু তো অভিনয় নয়, তাঁর রূপেও মুগ্ধ অনেকেই। পুরুষ এবং নারী মিলিয়ে কিয়ারার ভক্ত সংখ্যা ঊর্ধ্বমুখী।

সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস রয়েছে কিয়ারার। ইনস্টাগ্রামে ৩৪ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। পেশাগত জীবনের সাথে ব্যক্তিগত জীবনের মুহূর্তও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন -  ভক্তরা বলছেন ‘উফ কি স্টাইল’, সাহসিকতার সীমা অতিক্রম করলেন সানজিদা শেখ

নানান ফটোশুটের ছবি শেয়ার করেন। আবার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সাথে কিছু টুকটাক ছবি শেয়ার করতে থাকেন কিয়ারা। সম্প্রতি নিজের একটি সিঙ্গল ফটোশুটের ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি আকাশি নীল রঙের স্যাটিনের কাট আউট গাউনে ধরা দিয়েছেন।

পোশাকটিকে খুবই এলিগ্যান্ট দেখাচ্ছে তাঁকে। নিয়েছেন ডিউয়ি মেকআপ ও হীরের অলঙ্কার পরেছেন। এখানে নেটিজেনরা কেউ কেউ লিখেছেন, ‘ডিজনি প্রিন্সেসের মতো দেখাচ্ছে তাঁকে, আবার কেউ লিখেছেন, কিয়ারা সত্যিই স্বপ্নের রানী।

আরও পড়ুন -  মোহনবাগান জয়ে ফিরল

তাঁর আসল নাম আলিয়া হলেও নাম পরিবর্তন করে বলিউডে পা রাখেন কিয়ারা। তাঁর প্রথম ছবি ‘ফাগলি’। দীর্ঘ এক দশকের ফিল্মি কেরিয়ারে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যেমন সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘শেরশাহ’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ব্যক্তিগত জীবনে বিয়েও করেছেন দুজনে। আগামীতে একটি তেলুগু ছবি ও ডন ৩ তেও অভিনয় করার কথা রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)