TRP: বাংলা সেরা ‘দিদি নাম্বার ওয়ান’, সিরিয়ালের সিংহাসন কার দখলে

Published By: Khabar India Online | Published On:

TRP: বাংলা সেরা ‘দিদি নাম্বার ওয়ান’, সিরিয়ালের সিংহাসন কার দখলে।

বড় চমক বৃহস্পতিবার টিআরপি (TRP) তালিকা প্রকাশ্যে আসতেই। টেলিভিশন সিরিয়ালের থেকেও বেড়ে গেল নন ফিকশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর শোয়ের পর্বের টিআরপি।

বাংলা সেরা সিরিয়ালের থেকেও দিদি নাম্বার ওয়ান এর গত রবিবারের টিআরপি বেড়েছে। এ সপ্তাহে ৮.৩ টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। দ্বিতীয় স্থানে আছে ৮.২ পয়েন্ট নিয়ে ‘জগদ্ধাত্রী’। একটু নম্বর কমে তিন নম্বরে জায়গা পেয়েছে ‘ফুলকি’।

আরও পড়ুন -  Soumi Chakraborty: শাড়ি ছেড়ে খোলামেলা সাজে নিন্দের মুখে রুচিরা, অন্তর্বাসের ফাঁকে গোপনাঙ্গের উঁকি

চতুর্থ ও পঞ্চম স্থানে জায়গা করেছে যথাক্রমে স্টার জলসার ‘গীতা LLB’ ও ‘কথা’। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৯ ও ৭.৩। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসায় দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকা পর্বের টিআরপি পৌঁছেছে ৯.৬ এ।

ষষ্ঠ স্থানে ৭.২ নম্বর নিয়ে জায়গা করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। সাত নম্বর স্থানে জায়গা করেছে ‘কার কাছে কই মনের কথা’। ৬.৫ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। আর আটে ৬.৩ নম্বর নিয়ে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। নয় ও দশে জায়গা করেছে যথাক্রমে ‘বঁধুয়া’ ও ‘আলোর কোলে’।

আরও পড়ুন -  Bhojpuri Song: কেশরী ও রানি একই ঘরে, একই বিছানায়, ক্যামেরার সামনে ঘনিষ্ঠ

সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

(১) নিম ফুলের মধু- ৮.৩
(২) জগদ্ধাত্রী- ৮.২
(৩) ফুলকি- ৮.০
(৪) গীতা LLB- ৭.৯
(৫) কথা- ৭.৩
(৬) কোন গোপনে মন ভেসেছে- ৭.২
(৭) কার কাছে কই মনের কথা- ৬.৫
(৮) অনুরাগের ছোঁয়া- ৬.৩
(৯) বঁধুয়া- ৬.২
(১০) আলোর কোলে- ৫.৭
(১১) তুমি আশেপাশে থাকলে- ৫.৬
(১২) জল থই থই ভালোবাসা- ৫.৫
(১৩) লাভ বিয়ে আজকাল- ৫.৪
(১৪) তোমাদের রাণী- ৫.২
(১৫) হরগৌরী পাইস হোটেল- ৫.১
(১৬) ইচ্ছে পুতুল- ৪.৮
(১৭) মিঠিঝোরা- ৪.৭
(১৮) মিলি- ৩.৯
(১৯) চিনি- ৩.৭
(২০) মন দিতে চাই- ৩.২
(২১) রামপ্রসাদ- ২.৭
(২২) শ্রীকৃষ্ণ লীলা- ২.৪

আরও পড়ুন -  Mon Phagun: মারা যাবে পিহু, ‘মন ফাগুন’ !

রিয়েলিটি শোঃ

(১) দিদি নাম্বার ওয়ান সানডে স্পেশাল- ৯.৬
(২) দাদাগিরি- ৫.৯
(৩) স্টার জলসা ফিকশন- ৫.৫
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৫