Bhojpuri: কাজলকে দেখে মেজাজ পরিবর্তন করে রোমান্স করলেন খেসারি লাল, ভোজপুরি এই গানটি ঊর্ধ্বমুখী

Published By: Khabar India Online | Published On:

এখন সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি খুব ট্রেন্ডিং হচ্ছে, সেটি হচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সাহসী সিনেমার সাথে সাহসী গানের ভিডিওগুলি।

ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউডকেও টেক্কা দিচ্ছে এখন। জানলে অবাক হবেন, বলিউডের ধারাবাহিক বিনোদন থেকে মুক্তি পেতে এখন বেশিরভাগ মানুষ উপভোগ করছেন ভোজপুরি ফিল্মের রসালো গানের ভিডিওগুলি।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ৩১শে অক্টোবর গুজরাটের কেভাডিয়ায় একতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেতার কথা বলা হয়, নিঃসন্দেহে তালিকার প্রথম দিকে আছেন খেসারি লাল যাদব। তাঁর অভিনয় তো বটেই, নিজের কন্ঠে বহু গান গেয়েছেন তারকা অভিনেতা। আবার নিজের গাওয়া গানগুলিতে অভিনেত্রীদের সঙ্গে চরম রোমান্টিকও হতে দেখা গেছে।

আম্রপালি, মোনালিসা ও অক্ষরা সিংয়ের মত সেক্সি অভিনেত্রীদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেতা। কিন্তু যে অভিনেত্রীর জন্য সর্বদা খেসারি লাল যাদব সংবাদ শিরোনামে আলোচিত হয়েছেন, তিনি হলেন কাজল রাঘওয়ানি। তাঁর সেক্সি ফিগার ও চরম হটনেস ঘাম ঝরিয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তদের।

আরও পড়ুন -  Aparajita Adhya: ‘বেশরম’ হয়ে গেলেন লক্ষ্মী কাকিমা, শাড়ি ব্লাউজ ছেড়ে নাইট ক্লাবে, ভক্তরা পাগল হলেন

এখন ইউটিউবে খেসারি লাল যাদবের যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, কাজলের সঙ্গে উত্তেজনাপূর্ণ ভাবে রোমান্স করেছেন অভিনেতা। নিজের কন্ঠে গাওয়া ‘সাজ কে সাওয়ার কে’ গানে খেসারি লাল যাদবকে কাজলের সঙ্গে বহু হট মুহূর্তে অভিনয় করতে দেখা গেছে।

আরও পড়ুন -  রেলের ৩১শে মার্চ থেকে বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার খবর বিভ্রান্তিকর

এই মুহূর্তে উত্তেজনা অনুভব করতে চাইলে খেসারি লাল যাদব ও প্রিয়াঙ্কা সিংয়ের কন্ঠে ‘সাজ কে সাওয়ার কে’ গানটি উপভোগ করে ফেলুন।