Bhojpuri: অভিনেত্রী চেঁচিয়ে উঠলেন, কাজলের সঙ্গে এই ভাবে রোমান্স করলেন খেসারি লাল যাদব

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: অভিনেত্রী চেঁচিয়ে উঠলেন, কাজলের সঙ্গে এই ভাবে রোমান্স করলেন খেসারি লাল যাদব

এখন দারুন ভাবে মিডিয়া দুনিয়ায় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোজপুরি অভিনেত্রীদের এই রকম চরম সাহসিকতা নিয়ে। কয়েক বছর ধরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক সাহসী ভিডিও রিলিজ হয়েছে।

সেই সব ভিডিওগুলি ঘাম ঝরিয়ে দিয়েছে নেটিজেনদের। আবার সেই ভিডিওগুলি চোখের পলকে হয়ে যাচ্ছে লাখ লাখ ভিউ। আজকে ঠিক তেমন ধরনের একটি ভোজপুরি সাহসী গানের ভিডিও নিয়ে এলাম।

আরও পড়ুন -  Corona Worldwide: মৃত্যু প্রায় ২ হাজার, বিশ্বে করোনায়

যে ভিডিওটি দেখলে মুহূর্তের মধ্যে উত্তেজনা অনুভব করবেন ভক্তরা।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি যে সমস্ত অভিনেত্রীদের হাত ধরে সফলতার সিংহাসনে পৌঁছেছে, তাঁদের মধ্যে অন্যতম সাহসী অভিনেত্রী কাজল রাঘওয়ানি। তাঁর সাহসিকতার কাছে হার মেনেছে বলিউডের তাবড় অভিনেত্রীরাও। কাজল রাঘওয়ানির রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসলে সেইটা পরিণত হয় ট্রেন্ড ভিডিওতে।

আরও পড়ুন -  Ramiz Raja: ইমরানের বন্ধু রমিজ রাজা, পিসিবিতে থাকবেন!

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউটিউবে এই সাহসী অভিনেত্রীর একটি রোমান্টিক ভিডিও রীতিমত ভাইরাল। যেখানে তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দারুন সফল অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে নিজেদের সমস্ত রকম সীমা অতিক্রম করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  West Bengal State Budget: বড় ঘোষণা রাজ্যের বাজেটে, নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’

মিডিয়া দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ উপভোগ করে নিয়েছেন। অত্যন্ত জনপ্রিয় ভোজপুরি সিনেমা “কুলি নাম্বার ওয়ান”-এর অতি জনপ্রিয় গান ‘এ বালামজি মুয়া দেবা কা’-তে খেসারি লাল যাদবের সঙ্গে কাজলের উষ্ণ মুহূর্তগুলি দেখে ঘাম ঝরতে শুরু করেছে নেটিজেনদের। এবার আপনি দেখতে পারেন।