Gold Price Today: সোনার দাম কমেই চলেছে, আজকে কলকাতায় দরদাম কি বলছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার দাম কমেই চলেছে, আজকে কলকাতায় দরদাম কি বলছে?

ভারতে সেই প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়েছে। সেই জন্য ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে অনেক বেশি। তাছাড়া সোনার ব্যবহার আছে উপহার দেওয়ার জন্য।

যেমন বিয়েবাড়ি থেকে জন্মদিন বা অন্নপ্রাশন অথবা বার্ষিকী উদযাপন সহ বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে আমাদের।

এই সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের লক্ষ্মীবার আজকে বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে নিম্নমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। এবার একনজরে দেখে নিন আজকে কলকাতায় সোনার দাম।

আরও পড়ুন -  Madhumita Sarcar: দৃশ্যমান গভীর নাভি পোশাকের ফাঁকে, অভিনয় না করে রাস্তায় কেন? মধুমিতা!

আজকে কলকাতায় সোনার দাম (২৯.০২.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫৮০ টাকা।

আরও পড়ুন -  "একটি ঘনিষ্ঠ পরিবারের আনন্দময় যাত্রা"

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৮.০২.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫৯০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৯.০২.২০২৪-বৃহস্পতিবার)
৭৩,৮০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম উর্ধ্বমুখী, সোনা এবং রুপার লেটেস্ট রেট আজকে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৮.০২.২০২৪-বুধবার)
৭৩,৯০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৩৩.২০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২০৩৬.৪০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।