সাহসী ওয়েব সিরিজ Ullu-র এটি, আগে ঘরের দরজা বন্ধ করুন তারপর ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

এই ওয়েব সিরিজ ১৮+উদ্ধের জন্য। এখন বিনোদনের টেস্ট বা স্বাদ দারুন ভাবে পরিবর্তন হয়েছে। যখন করোনা মহামারি এলো, সেই থেকে টিভি অথবা রেডিওর বিনোদন ছেড়ে দিয়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের সামনে।

গজিয়ে উঠেছে বিভিন্ন ওটিটি অ্যাপ। এইসব অ্যাপগুলি পিছনে ফেলে দিয়েছে বলিউডকেও। এইসব ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে নানান স্বাদের ওয়েব সিরিজ। কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিছু কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। সেইগুলি যদি দেখেন রাতের ঘুম চলে যাবে।

আরও পড়ুন -  Bally Missing Case: ‘রাজমিস্ত্রি বলে কি আমাদের মন নেই, অনন্যা-রিয়াকে ভালবাসি’! বিয়ে করতে চান দুই রাজমিস্ত্রি

এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে নিচ্ছে নেট ভক্তরা।ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যাচ্ছেন।

এখন ডিজিটাল মার্কেটে সবচেয়ে জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। যেমন- উল্লু, প্রাইম শট এবং কোকু ইত্যাদি জায়গায় প্রায় রোজ কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ হয়ে চলেছে।

আরও পড়ুন -  Gold Price Today: বাড়ল সোনার দাম, কত? ১০ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে?

এই যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা ঊর্ধ্বগামী। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখছেন। আবার এক একটি ওয়েব সিরিজে লজ্জার সব সীমা লঙ্ঘন করা হয়। কয়েকদিন আগে উল্লুতে রিলিজ করেছিল, সেখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে।

উল্লুতে এবার নতুন রিলিজ হতে চলেছে ওয়েব সিরিজ। যা মন ছুঁয়ে যাবে অ্যাডাল্ট ওয়েব সিরিজপ্রেমীদের কাছে। নতুন ওয়েব সিরিজের নাম, ‘উমার কি সীমা হো‘। এটি উল্লুর ‘দেশি কিসসে’ বিভাগের অন্তর্ভুক্ত। এই ওয়েব সিরিজে এই ভাবে পরকীয়া সম্পর্ক দেখানো হয়েছে,ভাবতেও পারবেন না।

আরও পড়ুন -  ভিডিও কল এর সুবিধা নিয়ে আসছে জিমেইল

এখানে শ্বশুর এর বয়সী একজনের সঙ্গে বৌমার প্রেম হয়। আবার তাঁরা এক সঙ্গে রাত্রিযাপন করেছেন। ওয়েব সিরিজে প্রতি মুহূর্তে আছে অন্তরঙ্গ দৃশ্য। এই ওয়েব সিরিজ ভুল করেও পরিবারের সামনে দেখা যাবে না। একান্তে ঘরের দরজা বন্ধ করে দেখতে হবে।