Gold Price Today: সোনার দাম নিম্নমুখী, আজ দরদাম কেমন?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার দাম নিম্নমুখী, আজ দরদাম কেমন?

সাতপাকে বাঁধা পড়ছে এই ফাগুনে বাংলার যুবক যুবতীরা। কলকাতা থেকে গ্রামের ঘরে ঘরে বেজে উঠছে সানাই। বাড়িতে চলছে তোড়জোড়। শাড়ির দোকান থেকে গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন হাজার হাজার ক্রেতা।

নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনতে হচ্ছে গয়না। কেউ আবার নিজের ছেলে অথবা মেয়ের জন্য গয়না কিনতে বেরিয়েছেন। সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় রয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন -  মিষ্টি মুখে দারুন কায়দায় নাচ করলেন এক যুবতী বাড়ির ছাদে, বাংলা গানের সাথে, ভিডিও ভাইরাল

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল রবিবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।

এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। এবার দেখুন আজ সোনার গয়না অথবা রূপা কেনা যাবে কিনা। আজকে দরদাম কেমন রয়েছে। কলকাতায় আজ সোনার দরদামে।

আজকে কলকাতায় সোনার দাম (২৬.০২.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৪০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: আজকে ১০ গ্রাম সোনার দাম কত যাচ্ছে? বেড়েছে না কমেছে

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৬৯০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৫.০২.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: আবার নিম্নমুখী সোনার দাম, কলকাতার বাজারে দাম কত আজকে?

আজকে কলকাতায় রূপোর দাম (২৬.০২.২০২৪-সোমবার)
৭৪,৮০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৫.০২.২০২৪-রবিবার)
৭৪,৯০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, সোমবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০২৭.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০৩২.২০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।