Anupam Roy: নতুন ঘর বাঁধছেন অনুপম, পাত্রীটি কে?

Published By: Khabar India Online | Published On:

টলিউডে পর পর বেজে চলেছে বিয়ের সানাই। এবার কে? বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গীত দুনিয়ায় শীঘ্রই আসতে চলেছে আরো এক বিয়ের অনুষ্ঠান। আবারো নতুন করে সংসার গড়তে চলেছেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)।

খবর বলছে এমনটাই। পিয়া চক্রবর্তীর সাথে বিবাহ বিচ্ছেদের তিন বছর পর আবারো বিয়ের পিঁড়িতে বসছেন। আবার পাত্রীও সঙ্গীত জগতেরই খুব পরিচিত মুখ। খবর বলছে, সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপম।

গত বছরের নভেম্বর মাসেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে নতুন করে বিবাহিত জীবন শুরু করেছেন অনুপমের প্রাক্তন পিয়া। আবার সেই বিয়ে নিয়ে তুমুল চর্চার সাথে হয়েছিলো ট্রোলিং। পরম পিয়াকে কটাক্ষ বাণে বিদ্ধ করেছিল নেটপাড়ার একাংশ। নাম এসেছিলো অনুপমেরও।

আরও পড়ুন -  Friends: আর স্বামী - স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন, বৈবাহিক জীবনে দাঁড়ি পড়ল

সঙ্গীতশিল্পীর নতুন পুরনো গানের লাইন উদ্ধৃত করে তাঁর মনের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করেছিলেন নেট নাগরিকদের একাংশ। এবার নতুন বছর পড়তেই অনুপমের বিয়ের খবরে কার্যত হতভম্ব অনেকেই।

শোনা যাচ্ছে, সঙ্গীত জগতের পরিচিত মুখ প্রশ্মিতার সাথে আগেই পরিচিতি ও বন্ধুত্ব ছিল অনুপম রায়ের। তারপরে প্রেমে পরিণত হয়। খবর আরও বলছে, আগামী ২ রা মার্চ বিয়ে করছেন তাঁরা। পিয়া পরমের মতোই ঘরোয়া অনুষ্ঠান করে আইনি ভাবে বিয়ে করবেন অনুপম-প্রশ্মিতা। তবে এ বিষয়ে কারোর তরফেই এখনো পর্যন্ত কিছু মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন -  Prashant Kishore: প্রশান্ত কিশোরের মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে, ব্যাখা দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়

তৃতীয় বার বিয়ে করতে চলেছেন অনুপম রায়। প্রথম বিয়ে করেন তখন তাঁর নাম কেউই জানত না। যাদবপুরে পড়ার সময়ে সহপাঠীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁকেই বিয়ে করে বেঙ্গালুরুতে সংসার পেতেছিলেন।

আরও পড়ুন -  Abhishek Bose: সুখবর দিয়ে দিলেন ‘ফুলকি’র নায়ক, বাজতে চলেছে বিয়ের সানাই

পরে ভেঙে যায় সেই বিয়ে। তারপর নিজের লেখা গানের দৌলতে খ্যাতি পায় অনুপম। এবার আলাপ হয় পিয়ার সাথে। তারপর প্রেম ও বিয়ে। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। এই সম্পর্কটাও টেকেনি। ছয় বছর পর ২০২১ এ বিবাহ বিচ্ছেদ ঘোষণা দেন।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)