Aneek Dhar: অন্নপ্রাশনের ছবি শেয়ার করলেন অনীক, দ্বিতীয় সন্তানের

Published By: Khabar India Online | Published On:

সঙ্গীতশিল্পী অনীক ধর (Aneek Dhar) গত বছরে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এক কন্যা সন্তানের মা হওয়ার পর দ্বিতীয় বারে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনীক জায়া দেবলীনা। গত বছরের ১০ সেপ্টেম্বর পরিবারে নতুন সদস্য এসেছিল অনীকের।

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি শেয়ার করে অনুরাগীদের সাথে এই সুখবরটা শেয়ার করেছিলেন। এবার ছেলের অন্নপ্রাশনের ছবি ভাগ করে নিলেন।

ছেলের নাম তাঁরা দিয়েছেন আদবান। সোশ্যাল মিডিয়ায় ছেলের অন্নপ্রাশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনীক। পদ্মের আকারের একটি বড়সড় পাত্রে ছেলেকে কোলে নিয়ে স্নান করাতে বসেছিলেন দেবলীনা। অন্নপ্রাশন উপলক্ষে ছোট্ট লাল পাঞ্জাবি, সাদা পাজামার সাথে বড় সোনার হার পরে সেজে উঠেছিল পুঁচকে আদবান। মা এবং ভাইয়ের পাশে দেখা গেল অনীকের মেয়েকেও। স্ত্রী আর ছেলের সাথে হাসি মুখে পোজ দিয়েছেন সঙ্গীতশিল্পী নিজেও।

আরও পড়ুন -  অভিমান করেই ঘর ছাড়ছে গুনগুন, বাবিনের উপর রাগ করে, কেন ?

ছবিগুলি শেয়ার করে অনীক লিখেছেন, ‘আদবানের শুভ অন্নপ্রাশন উপলক্ষে বাড়ির অনুষ্ঠান ঈশ্বরের কৃপায় খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এই দিনে আমার পুত্রকে আশীর্বাদ করার জন্য, আমার পরিবারের সবাইকে, আমাদের কুল পুরোহিত শ্রী বাসুদেব চক্রবর্তী মহাশয় ও বিশেষ অতিথিদের আমার বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা।’ কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন -  বিশ্বের সব থেকে ছোট ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুললো কোয়েল

প্রসঙ্গত, ২০০৭ সালে একটি নামী গানের রিয়েলিটি শোয়ের বিজেতা হয়েছিলেন অনীক। সেখান থেকেই জনপ্রিয়তার শুরু। সঙ্গীতকেই নিজের কেরিয়ার বানিয়েছেন। আরো কয়েকটি রিয়েলিটি শোতেও অংশ নিতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন -  দক্ষিণবঙ্গের চার জেলায় ঝেঁপে বৃষ্টি, তাপমাত্রা কমার সম্ভাবনা!

প্লেব্যাক সিঙ্গিং এর সাথে আবার বিভিন্ন শোতেও আসতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা তুঙ্গে এই গায়কের। বেশ কয়েক বছর আগে দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০১৮ তে প্রথম বার বাবা হন গায়ক। জন্ম হয় মেয়ে আদ্যার। পুত্রের জন্মের সাথে সাথে তাঁদের পরিবারটাও সম্পূর্ণ ভর্তি হয়েছে। দুই ছেলে মেয়েকে নিয়ে তাঁদের সুন্দর পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)