Gold Price Today: সস্তা হল সোনা, বাম্পার সুযোগ

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সস্তা হল সোনা, বাম্পার সুযোগ।

বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে সানাই। সাতপাকে বাঁধা পড়ার হিড়িক লেগেছে এই ফাগুনে। বাড়িতে পড়েছে হৈচৈ। একদিকে শাড়ির দোকানে ভিড় জমছে ক্রেতাদের। আবার অন্যদিকে আসল জিনিস গয়নার দোকানেও ক্রেতাদের ভিড়।

নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য গয়না দরকার। আবার কেউবা নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনতে বেড়িয়েছেন। সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় রয়েছেন মধ্যবিত্তরা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম ঊর্ধ্বমুখী কলকাতার বাজারে, শুক্রবার কি খবর সোনার?

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। আজকে সপ্তাহের তৃতীয় দিন বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।

এদিন সামান্য হ্রাস পেল রূপোর দামও। সোনার গয়না অথবা রূপা কেনার জন্য সঠিক কিনা দেখে নিন আজকে।

আজকে কলকাতায় সোনার দাম (২১.০২.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৫৫০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today; সোনার দাম অপরিবর্তিত আজও, সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৩৪০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২০.০২.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৫৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৩৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: লক্ষ্মীর কৃপায়, আজ মঙ্গলবার বাজার খুলতেই কিছুটা কমেছে সোনার দরদাম

আজকে কলকাতায় রূপোর দাম (২১.০২.২০২৪-বুধবার)
৭৫,৪০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২০.০২.২০২৪-মঙ্গলবার)
৭৫,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০১৭.৩০ মার্কিন ডলার। আজকে কিছুটা বেড়ে হয়েছে ২০২৩.৩০ মার্কিন ডলার। প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি।