সাহসী ওয়েব সিরিজ এটি Ullu-র, দরজা বন্ধ করে দেখতে হবে ভিডিও’র ঝলক

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজটি ১৮+ এর জন্য। এখন গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। প্রযুক্তির সাথে চলতে গিয়ে এখনকার সময়ে প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে নানান রকমের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন।

অন্যান্য আঞ্চলিক ভাষার কিছু ওয়েব সিরিজ টেক্কা দিচ্ছে বড় বড় বাজেটের সিনেমাকেও। এর আসল কারণ করোনার পর থেকে ডিজিটাল মিডিয়ার কদর জেনে গেছেন সাধারণ মানুষ। এই জন্য পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

কিন্তু সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় রাজ করছে সাহসী একটি ওয়েব সিরিজ।

আরও পড়ুন -  স্নেহা পল এবং ভারতী ঝা নতুন ওয়েব সিরিজে অভিনয় করেছেন অন্তরঙ্গ দৃশ্যে, ভিডিওতে এখন ঝড় চলছে- Updated Web Series

অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে জনপ্রিয় অ্যাপ হচ্ছে Ullu। এখানে রোজ প্রায় রিলিজ করছে নিত্যনতুন ওয়েব সিরিজ। এখানে দেখানো সমস্ত ওয়েব সিরিজের গল্প বাস্তবিকতার সাথে কোনো মিল থাকে না। ওয়েব সিরিজগুলিতে থাকে বেডসিন এবং পরকিয়া সম্পর্ক নিয়ে রগরগে যৌনতা।

বেশ কিছুদিন আগে উল্লু প্লাটফর্মে রিলিজ করেছে দেবর জি ওয়েব সিরিজের ট্রেলার। ট্রেলারে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী সুরাইয়া শেখ। এই ওয়েব সিরিজে দেখতে পাবেন দেওর এবং বৌদির অস্বাভাবিক সম্পর্ক। গল্পের স্টোরি লাইন খুবই অদ্ভুত ও স্বাভাবিক ভাবে মেনে নেবার যোগ্য একেবারে নয়।

আরও পড়ুন -  ৬ পাইলট নিহত, ইউক্রেনে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে

ওয়েব সিরিজের প্রধান গল্পটি স্বামীর সঙ্গে বসবাসকারী এক মহিলার জীবনের উপর ভিত্তি করে করা হয়েছে। হঠাৎই তাঁর জীবনে আগমন ঘটে এক পুরুষের। তিনি হচ্ছেন তাঁর দেওর। তিনি আসার সঙ্গেই তাঁর জীবন পাল্টে গেলো। কি হবে তাঁর জীবনে?

রীনার জীবন পুরো উল্টেপাল্টে যায়, যখন তাঁর স্বামীর ছোট ভাই দেখা করতে আসে। তিনি আবার তাঁর প্রেমে পড়ে যায়। সেই সময়ে তাঁর সাথে সম্পর্ক হয়ে যায় রিনার। এর পরে যখন কষ্টের সময় এলো, তখন সে রীনাকে ত্যাগ করে।

আরও পড়ুন -  Web Series: জনপ্রিয় কয়েকটি ওয়েব সিরিজ উল্লু'র, আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে

এই অবস্থায় রিনার জীবনে কে আসবে? প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত হয়ে, তিনি জগদীশের সঙ্গে একটা প্ল্যান করে। কপিলকে একটি পাঠ শেখানোর জন্য চক্রান্ত শুরু করেন। স্বপ্নার প্রতিশোধ কি তাকে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও মৃত্যুর দিকে নিয়ে যাওয়া অন্ধকার পথে।

১৫ নভেম্বর ওয়েব সিরিজের তিনটি ব্যানার উন্মোচন করে সিরিজটির ঘোষণা করেছিলো। এরপর আরেকটি ব্যানার প্রকাশ করা হয় চ্যানেলের তরফে। উল্লু প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে।