Bhojpuri: পবন সিং এর সাথে মনি ভট্টাচার্য ব্যাপক রোম্যান্স করলেন, সীমা ছাড়ালেন অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: পবন সিং এর সাথে মনি ভট্টাচার্য ব্যাপক রোম্যান্স করলেন, সীমা ছাড়ালেন অভিনেত্রী।

নানান অনলাইন মাধ্যম এখনকার সময়ে বিনোদন দুনিয়ার শিরোনামে এসেছে। বিনামূল্যে ইন্টারনেট দুনিয়াতে বিনোদনের কথা বলা হয়, সর্ব প্রথম আসবে ইউটিউবের নাম। এই ইউটিউবে নানান রকমের ভিডিও ভাইরাল হচ্ছে।

কিন্তু যে ভিডিওগুলি মানুষ বেশি দেখেন সেইগুলি হচ্ছে ভোজপুরি মিউজিক ভিডিও। এটাই সত্যি। বলিউডের যেকোনো মিউজিক ভিডিওকে মুহূর্তের মধ্যে টেক্কা দিচ্ছে এইসব ভোজপুরি মিউজিক ভিডিও।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দুর্গাপুরের ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন

এই ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় সুপারস্টার হলেন পবন সিং। তিনি একাধিক ভাইরাল মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল।

আরও পড়ুন -  Hugs: প্রতিদিন পর্যাপ্ত আলিঙ্গন করছেন? যদি উত্তর হয় ‘না’

সম্প্রতি পবন সিং এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভোজপুরি মিউজিক ভিডিও ভুল করেও পরিবারের লোকেরা সামনে দেখা যাবে না।

পবন সিংয়ের নতুন ভোজপুরি মিউজিক ভিডিওতে তাঁর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন মনি ভট্টাচার্য্য। গানের নাম, ‘পালঙ্গিয়া সোনা না দিয়া‘। এখানে পবন সিং এবং মনিকে ব্যাপক রোম্যান্স করতে দেখা গেছে।

আরও পড়ুন -  উষ্ণতা ছড়ালেন সঞ্জনা ভিজে শরীরে নেটজগতে, ছবি দেখা মাত্র ‘ক্লিন বোল্ড’ পুরুষ দর্শকরা

এই দুইজনের তাঁদের হট কেমিস্ট্রি সত্যিই মন জয় নিয়েছে। হলুদ পোশাকে ব্যাপক সুন্দরী লাগছিল এই অভিনেত্রীকে। প্রায় ৩৩ লাখ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। এবার আপনার দেখার পালা।