ঝড় তুললেন মোনালিসা বোল্ড ছবি দিয়ে, উত্তাপ বাড়ল ইন্টারনেট দুনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

ঝড় তুললেন মোনালিসা বোল্ড ছবি দিয়ে, উত্তাপ বাড়ল ইন্টারনেট দুনিয়ায়।

একটি জনপ্রিয় নাম এবং চেহারা মোনালিসা ভোজপুরি ইন্ডাস্ট্রির। অভিনয়ের জাদুতে ঘায়েল সকলে। এমন মানুষকে হয়তো খুবই কম খুঁজে পাওয়া যাবে যিনি মোনালিসাকে চিনতে পারে না।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মোনালিসা ভক্তরা অভিনেত্রীর জীবনের আপডেট জানার জন্য। অভিনেত্রীকে বরাবরই গ্ল্যামারাস লুকে দেখা যায়। মোনালিসা বারবারই নিজের জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়া মারফত তুলে ধরেন। এবারও সেটা ব্যতিক্রম ঘটল না। নতুন করে লাস্যময়ী অবতারে ধরা দিলেন সকলের কাছে।
অভিনেত্রীর নতুন সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে হইচই পড়েছে। এই ছবিতে মোনালিসাকে গ্ল্যামারাস লুকে দেখা গেছে। তাঁর স্টাইল বেশ সুন্দর। নীল ড্রেসে খুবই সুন্দর দেখাচ্ছে।

আরও পড়ুন -  অভিনেত্রী Monalisa, সামনে ঝুঁকে এই ভাবে পোজ দিলেন, মেরুন অফশোল্ডার গাউনে ক্যামেরার সামনে

এই ছবিগুলিতে মোনালিসাকে তার সুডৌল ফিগার ফ্লন্ট করতে দেখা যাচ্ছে। পুল সাইডে ছবি তুলতে দেখা গিয়েছে। নীল জামা, হালকা মেকআপে তাঁর রূপ যেন ঠিকরে পড়েছে।

আরও পড়ুন -  এই যুবতী, ‘পাতলী কামারিয়া’ গানে নাচতে গিয়েই পড়ে গেলেন, নেটদুনিয়া হাসছে, ভিডিও দেখে

এই ছবি দেখে সকল যুবকের বুকে রীতিমতো ঝড় বইছে।

ভোজপুরি ইন্ডাস্ট্রি দিয়ে হলেও বর্তমানে বলিউড এবং টলিউডেও কাজ করছেন। সব ইন্ডাস্ট্রিই একপ্রকার কাঁপাচ্ছেন। আবার সিরিয়ালেও তিনি যথেষ্ট নাম কামিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)