সাহসী ওয়েব সিরিজ Ullu-তে এসে গেছে, এই শীতে ঘাম দেবে দেখলে

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজটি ১৮+ উদ্ধের জন্য। উল্লু কখনই তার দর্শকদের হতাশ করে না। সেই আবির্ভাব থেকেই সাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। রোমান্স থেকে শুরু করে রোমাঞ্চ পর্যন্ত সব কিছু দিয়ে তৈরি করে চলেছে।

উল্লুর ঘরানার বিশেষত্ব রয়েছে। এখনও এই ধারা বজায় রেখেছে এই ওয়েব সিরিজ প্রণেতারা। আবার সম্প্রতি উল্লুর একটি ওয়েব সিরিজ সামাজিক মাধ্যমে বেশ ঝড় তুলছে।

আরও পড়ুন -  বেড সিন নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে একদম ক্লিক করবেন না

জানিয়ে রাখি, উল্লুর এই নতুন ওয়েব সিরিজটির নাম হল লাল লিহাফ পার্ট ২। সিরিজটির ডিরেক্টর হলেন বিখ্যাত জাসবির ভাটি। এই ওয়েব সিরিজটি ভুল করেও আপনার বয়স্ক বাবা-মা বা ছোট্ট সন্তানের সামনে ভুলেও খুলতে যাবেন না।

এই নতুন ওয়েব সিরিজটিতে কিছু খোলামেলা দৃশ্য আছে। যা দেখানো হয়েছে দেখলে ঘাম ছুটে যেতে পারে এই শীতে। অনেকেই আছেন যারা টিভি ছেড়ে ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন এখন। তাই কোনরকম রাখ ঢাক না রেখে OTT প্ল্যাটফর্মগুলিতে একদম ‘র’ জিনিসপত্রই দেখানো হচ্ছে।

আরও পড়ুন -  Pregnant Mother: খাদ্যাভ্যাস, গর্ভকালীন সময় মায়েদের

ওয়েব সিরিজগুলোতে এই ‘র’ জিনিসপত্র দেখতে বেশ পছন্দও করছেন কিছু কিছু সংখ্যক দর্শক। আবার দর্শকদের পছন্দের কথা চিন্তা করে একের পর এক ওটিটি প্ল্যাটফর্মগুলি নতুন নতুন সিরিজ আনছে।

আরও পড়ুন -  Web Series: ‘উল্লু’-র এই ওয়েব সিরিজ এবার একদম পাগল করে দেবে নেটদর্শকদের, একা দেখবেন

উল্লু হল একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটিতে বেশ যৌন সুরসুরি দেখানো ওয়েব সিরিজ লঞ্চ করে। এবার অন্যতম হল লাল লিহাফ পার্ট ২। অভিনয়ে আছেন স্নেহা পাল, শালিনী সহায়, আলিশা শর্মা, সুরজ সোনি এবং মনীশ মিশ্র প্রমুখ।