Gori Nagori: মঞ্চে উঠে পড়লেন ভক্তরা গোরি নাগরীর ডান্স শুরু হতেই, ভিডিও দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

Gori Nagori: মঞ্চে উঠে পড়লেন ভক্তরা গোরি নাগরীর ডান্স শুরু হতেই, ভিডিও দেখে নিন।

ছোট থেকে বড় প্রত্যেকেই গোরি নাগরীর হট পারফরম্যান্স হৃদয়ে গেঁথে গেছে। গোরি নাগরী এমন একজন ব্যক্তিত্ব, যিনি ভক্তদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে সাহসের সর্বোচ্চ সীমা অতিক্রম করেন বারবার। তাই নয়, শর্ট ড্রেস পড়ে ভক্তদের তীব্র এই শীতে উষ্ণতা প্রদান করেন। এবার সেই রকম করে সোশ্যাল মিডিয়া সেন্সেশন।

আরও পড়ুন -  Hot Dance Video: নিতু শর্মার হট নাচের ভিডিও, বাচ্চাদের সামনে না চালানোর সতর্কবার্তা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হয় সেটি হল ভারতীয় যুবতীদের সাহসী সব পারফরমেন্স। মুহূর্তের মধ্যে এই হট ডান্সের ভিডিওগুলি অর্জন করে কোটি কোটি ভিউস।আবার এই হট ডান্স প্রদর্শনের সর্বাধিক এগিয়ে আছেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা।

আরও পড়ুন -  Hot Dance: বোল্ড ডান্স করলেন যুবতী, ‘গোরিয়া নে পাগল মুঝে কিয়া’ গানের সাথে, এখন এই ভিডিও ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়

যেমন স্বপ্না চৌধুরী, গোরি নাগরী, সুনিতা বেবি এবং রচনা তিওয়ারির মতো একাধিক সেক্সি ডান্সার নাম লিখিয়েছেন তালিকায়।

সম্প্রতি জনপ্রিয় স্টেজ ডান্সার গোরি নাগরীর কয়েক মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। তাকে ‘বদলি বদলি লাগে’ গানে চরম সাহসিকতা দেখাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা গেছে, শর্ট ড্রেসে অবিশ্বাস্য কায়দায় পারফরমেন্স করছেন হট গোরি নাগরী।

আরও পড়ুন -  হুনার হাট ‘ভোক্যাল ফর লোক্যাল’

এই ভিডিওটিতে তাঁর প্রত্যেকটি স্টেপ যেন ঝংকার তুলেছে। ভিডিওটিতে দেখা গেছে, গোরি নাগরীর এই ডান্স দেখে স্টেজের উপর উঠে পড়েছেন প্রিয় ভক্তরা। গোরি নাগরীর সঙ্গে খুব জমিয়ে ডান্স করছেন ভক্তরা। গোরি নাগরী চরম সাহসিকতার জন্য ভারতের “শাকিরা” নামেও পরিচিত পেয়েছেন।