National Benifit Scheme: ৩০ হাজার টাকা দিচ্ছে সরকার, ১৮ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের, জেনে নিন এই স্কিম

Published By: Khabar India Online | Published On:

National Benifit Scheme: ৩০ হাজার টাকা দিচ্ছে সরকার, ১৮ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের, জেনে নিন এই স্কিম।

কেন্দ্রের মোদী সরকার একাধিক প্রকল্প এনেছে দেশের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য। যেমন পিএম কিষান সন্মান নিধি ও প্রধানমন্ত্রী মানধন যোজনা ইত্যাদি। কেন্দ্র সরকারের মতন অনেক রাজ্য সরকারও নানান প্রকল্প এনেছেন।

আরও পড়ুন -  Hilsa: বাংলাদেশি ইলিশের মেলা, পুজোর আগে উপহার

বাংলা সরকারের কন্যাশ্রী প্রকল্প এবং দুয়ারে সরকার প্রকল্প বিশ্বমাঝে সমাদৃত হয়। এখন যেই প্রকল্প নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে তা হল ‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘। প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা।

যে সব পরিবারের প্রধান সদস্যের মৃত্যু হয়েছে। কি এই স্কিম? কত টাকা পাওয়া যাচ্ছে? কোন রাজ্যে পাওয়া যাচ্ছে? জেনে নিন।

আরও পড়ুন -  Rashika Jain: রশিকা জৈন সুবিচার পেলেন মৃত্যুর পর

‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ প্রকল্পের অধীনে, সরকার পরিবারকে ৩০ হাজার টাকার এককালীন অনুদান প্রদান করে। যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের একটি উচ্চাভিলাষী প্রকল্প। এই স্কিমের অধীনে, যদি কোনও দরিদ্র পরিবারের কোনও উপার্জনক্ষম ব্যক্তি মারা যায়, এই পরিস্থিতিতে সরকার দরিদ্র পরিবারকে ৩০ হাজার টাকা দিচ্ছে।

আরও পড়ুন -  শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করায় মালদা জেলায় দলের কোনো প্রভাব পড়বে নাঃ শুভময় বসু

‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ পাওয়ার নিয়মঃ

১) মৃত পরিবারের প্রধানের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

২) একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলেই পাবে।

৩) গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে।

৪) পরিবারের আয় ৪৬ হাজার টাকার কম থাকতে হবে।

এইসমস্ত ঠিক থাকলে উত্তরপ্রদেশ সরকার ন্যাশনাল বেনিফিট স্কিমের আওতায় আসবে।