Indian Railway: এই উপায়ে ট্রেনের টিকিট বুক করুন, নিশ্চিত আসন পাবেন

Published By: Khabar India Online | Published On:

ট্রেনে ভ্রমণ করতে গেলে অনেক আগে থেকেই রিজার্ভেশন করতে হয়। যাতে নিশ্চিত টিকিট পাই। যদি হঠাৎ জরুরী কোথাও যেতে হলে কি করবেন?

আজকে, এই সমস্যার সমাধানের কথা বলছি। রেলওয়ে জরুরী পরিস্থিতিতে তৎকাল টিকিটের সুবিধা প্রদান করেন। এই পরিস্থিতিতে, ট্রেন যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ আগেও আপনি কারেন্ট টিকিট বুক করতে পারবেন।

আরও পড়ুন -  Vande Bharat: আজ থেকে পরিবর্তন হচ্ছে ৪৬ টি ট্রেনের রুট, ভারতীয় রেলের ঘোষণা

কি ভাবে?

তৎকাল টিকিট বুক করুন এই উপায়ঃ

ট্রেন ছাড়ার আগের মুহূর্তে তৎকালের টিকিট পাওয়া যায়। অনেক সময়, ট্রেনের বার্থ খালি থাকে ও এই ধরনের টিকিট ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে পাওয়া যায়, IRCTC ওয়েবসাইট ও টিকিট উইন্ডোতে।

আবার সরাসরি ওয়েবসাইটে ভ্রমণের বিবরণ দিয়ে এই বিশেষ টিকিট বুক করা যায়। আবার একই সাথে রেলস্টেশনের টিকিট উইন্ডো থেকেও এই ধরনের টিকিট বুক করতে পারেন। ট্রেনে বার্থ পাওয়া গেলেই বর্তমান টিকিট পাওয়া যায়। কিন্তু যদি এই ধরনের প্রিমিয়াম টিকিট বুক করেন, সেখানে টাকা বেশি দিতে হবে।

আরও পড়ুন -  PCB: বাবর-আজমরা, কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তথ্য ফাঁস

সাধারণ ও তৎকাল টিকিটের পার্থক্য কী?

তৎকাল টিকিট বুকিং হচ্ছে একটি প্রিমিয়াম সুবিধা। সেখানে অতিরিক্ত চার্জ দিয়ে নিশ্চিত ট্রেনের টিকিট দেওয়া হয়। এটি রেলওয়ে দ্বারা নির্ধারিত সময়ে বুক করা হয়। তার জন্য আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হয়। আর যদি ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এরকম একটি টিকিট বুক করেন, তাহলে বাধ্যতামূলকভাবে অনেক বেশি টাকা খরচ হবে।

আরও পড়ুন -  অন্দরের কথা, তাঁরা বিয়ে করেননি কেন? সালমান খানের স্ত্রী হতেন জুহি চাওলা