Gold Price Rate: ব্যাপক দাম বাড়লো সোনার, ১০ গ্রাম সোনার দাম জানুন

Published By: Khabar India Online | Published On:

Gold Price Rate: ব্যাপক দাম বাড়লো সোনার, ১০ গ্রাম সোনার দাম জানুন।

এখন বিয়ের মরসুম চলছে। তাই সোনার চাহিদা সবচেয়ে বেশি। সেই কারণে সোনার দামেও চলে উঠানামা। ২০২৪ সালের ০২ ফেব্রুয়ারি, বাজারে সোনার দাম আজ স্থিতিশীল থাকলেও রুপোর দামে অল্প পতন দেখা যাচ্ছে।

আজকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৮,১৫০ টাকা। গতকালের সাথে একই। ২৪ ক্যারেট সোনার দাম আজকে প্রতি ১০ গ্রাম ৬৩,৪৪০ টাকা।গতকালের সাথে একই। অপরদিকে, রুপোর দাম আজকে প্রতি কেজি ৭৫,৫০০ টাকা, গতকালের তুলনায় ২০০ টাকা কম।

আরও পড়ুন -  খাস কলকাতায় বোমাবাজি, ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য অভিজাত এলাকায়

সোনার দাম নির্ভর করে নানান কারণে।যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকায় দেশীয় বাজারে সেই রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি ও ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। আবার ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল।

আরও পড়ুন -  KaliPujo-2022: মধ্যবিত্তের জন্য সুখবর, কমলো সোনার দাম, কালীপুজোর আগে

বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন।

আরও পড়ুন -  বিজেপির প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা