Web Series: ভাগ্নের প্রেমে হাবুডুবু আণ্টি, OTT অ্যাপে নতুন ওয়েব সিরিজ

Published By: Khabar India Online | Published On:

এই Web Series ১৮+ উদ্ধের জন্য। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের এখনকার সময়ে। এর আসল কারণ হচ্ছে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এই সবের রমরমা। প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে নানান ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন।

অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দিচ্ছে বড় বাজেটের সিনেমাকেও। করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর জেনে গেছেন সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্ল্যাটফর্মের।

আরও পড়ুন -  ভারতের বাজারে আসছে Hero Mavrick 440, অ্যাডভেঞ্চার বাইক, EICMA 2024-এ প্রকাশ

কিন্তু ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। যেমন- উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় রোজ কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ হয়ে চলেছে।

এখানে যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখছেন। এই সব ওয়েব সিরিজের হট সিন দেখে ঠাণ্ডায় ঘাম দিতে পারে।

আরও পড়ুন -  Weather Report: দুদিনের মধ্যেই খেলা ঘুরবে আবহাওয়ার

আজ যেই ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে, তা রিলিজ করেছে Bigshots অ্যাপে। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে ‘কাচ্চে রিশতে‘। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মালবিকা তোমার। ওয়েব সিরিজের গল্প এই রকম, স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়েকে নিয়ে শহরে থাকে, একদিন হঠাৎ করে তাঁদের ভাগ্নে আসে।

আরও পড়ুন -  BigNews: মনোয়ন জমা দিতে গিয়ে তথ্য লুকিয়েছেন মমতা, ফাঁস করলো বিজেপি

তিনি কয়েকদিন থাকে, এরপর ধীরে ধীরে তাঁর মেয়ের সাথে মিলামেশা শুরু করে। আবার ছেলেটি তাঁর মাসীর সাথেও অন্তরঙ্গতায় জড়িয়ে পরে। এতে রয়েছে অনেক দৃশ্য যা দেখে রাতের ঘুম নাও আসতে পারে।