মুসকান বেবীর (Muskan Baby) এই ধরনের ডান্স আগে দেখা যায়নি, রাতের ঘুম কেড়ে নেবে

Published By: Khabar India Online | Published On:

মুসকান বেবীর (Muskan Baby) এই ধরনের ডান্স আগে দেখা যায়নি, রাতের ঘুম কেড়ে নেবে।

এখন সোশ্যাল মিডিয়ায় রোজ নিত্য নতুন জিনিস ভাইরাল হচ্ছে একাধিক ঘটনা। তার মধ্যে বেশিই ভাইরাল হচ্ছে ভারতীয় যুবতীদের সাহসী ডান্সের ভিডিওগুলি।
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- তথা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম হয়ে উঠেছে তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের সেরা মাধ্যম। দৈনন্দিন জীবনের ঘটনাগুলি তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

আরও পড়ুন -  Hot Dance Video: হট যুবতীর বোল্ড ডান্স ভোজপুরি গানে, সোশ্যাল মিডিয়ার ভক্তরা দারুণ খুশী

আবার প্রতিভার বিকাশ ঘটাতে একাধিক সাহসী ভিডিও শেয়ার করেন।

এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় একটু আলাদা মর্যাদা পাচ্ছে হট ভিডিওগুলি। বিশেষ করে হরিয়ানভি নৃত্যশিল্পীর দৌরত্ব চলছে সোশ্যাল মিডিয়ায়। স্বপ্না চৌধুরীর পাশাপাশি এখন একাধিক নৃত্যশিল্পী নিজেদের হটনেসের জন্য জায়গা করে নিয়েছেন সংবাদ শিরোনামে।

আরও পড়ুন -  Kolkata Metro: থার্ড রেলে আনলো মেট্রো রেল, আড়াই মিনিটের ব্যবধানে চলবে মেট্রো

আজ ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে এসেছি। এটি দেখার পর উষ্ণতার সাথে উত্তেজনা অনুভব করবেন। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ এই ভিডিওগুলির কথা যদি বলি, সে ক্ষেত্রে সবার প্রথমে উঠে আসে হরিয়ানাভি ডান্সের কথা।

এখানে যেমন মুসকান বেবীর সাহসিকতা। তাঁর এই ধরনের ডান্স আগে দেখা যায়নি। সম্প্রতি তাঁর একটি ডান্সের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। ভিডিওটিতে দেখা গেছে, “Rang Chad Gaya” গানে হলুদ ড্রেসে সাহসিকতার চরম সীমা পার করেছেন।

আরও পড়ুন -  Aindrilla-Sabyasachi: লড়াই ঐন্দ্রিলার, গোলকিপারের মতো আগলাচ্ছেন সব্যসাচী !

খুব টাইট পোশাকের কারণে তাঁর শরীরের সমস্ত খাঁজ উপলব্ধি করা যাচ্ছে। এই দেখে চরম উত্তেজনা অনুভব করছেন নেটিভক্তরা।