Shruti Das: কী হল অভিনেত্রীর? হিম শীতে

Published By: Khabar India Online | Published On:

হিম শীত, তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এর মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েছেন শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার সাথে শ্রুতি ট্র্যাভেল ভ্লগার।

নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। অভিনয় এবং শোয়ের পাশাপাশি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভ্লগ আপলোড করেন প্রায় শ্রুতি। সম্প্রতি হল শ্রুতির মিনি হার্ট অ্যাটাক। নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন শ্রুতি।
কিন্তু ইউটিউবে নয়, ইন্সটাগ্রামে। হার্ট অ্যাটাকের নয়, এটি একটি মজাদার ভিডিও। শ্রুতি শীতের দুপুরে বেড়াতে গিয়েছিলেন কলকাতার একটি অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে বিশেষ রাইডে চড়েছিলেন শ্রুতি। তাঁর সাথে ছিলেন শ্রুতির বান্ধবী।

আরও পড়ুন -  ১০টা মালবোঝাই লঞ্চটি গঙ্গার কাছে ডুবে যায়

মেকআপ করেননি শ্রুতি। চোখে পাওয়ারের কারণে ছিল চশমা। ঠোঁটে ছিল ব্রাউন শেডের লিপস্টিকে। গরম পোশাক পরেছিলেন দুইজনেই। রাইডে উঠলেও মোবাইলে ভিডিও তুলেছেন। যখন রাইড চলতে শুরু করতেই ভয়ে চেঁচান শ্রুতি। সেই ভিডিওতে শ্রুতি লিখেছেন, প্রায় মিনি হার্ট অ্যাটাক এসে গিয়েছিল তাঁর। তবে শ্রুতি কোথায় গিয়েছিলেন? রাইডটি কেমন ছিল? জানতে সাবস্ক্রাইব করতে হবে শ্রুতির ইউটিউব চ্যানেলটি।

আরও পড়ুন -  এই যুবতী, ‘পাতলী কামারিয়া’ গানে নাচতে গিয়েই পড়ে গেলেন, নেটদুনিয়া হাসছে, ভিডিও দেখে

সম্প্রতি শেষ হয়েছে শ্রুতি অভিনীত ধারাবাহিক ‘রাঙা বউ’। ধারাবাহিক চলাকালীন দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি। কিনেছেন নতুন ফ্ল্যাট। একই আবাসনে শ্রুতি এবং স্বর্ণেন্দু দুটি ফ্ল্যাট কিনেছেন। শ্রুতির মা-বাবার জন্য তাঁদের মেয়ে দোতলায় একটি ফ্ল্যাট নিয়েছে।

অন্যদিকে, শ্রুতি এবং স্বর্ণেন্দু রয়েছেন তিন তলার ফ্ল্যাটে।

আরও পড়ুন -  Shruti Das: টেলিপাড়ায় ফিরলেন শ্রুতি, কাটোয়া থেকে ‘রাঙা বউ’ হয়ে!

বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন শ্রুতি। উইন্ডোজ নির্মিত ফিল্ম ‘আমার বস’-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার (Rakhi Gulzar)। শ্রুতির স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। স্ক্রিন শেয়ার করেছেন কিংবদন্তী অভিনেত্রীর সঙ্গে।

ছবিঃ সংগৃহীত।