নিক্কি তম্বোলি কিলার পোজ দিয়েছে গোলাপি বিকিনিতে, প্রিয় ভক্তরা এই দেখে কাবু

Published By: Khabar India Online | Published On:

নিক্কি তম্বোলি কিলার পোজ দিয়েছে গোলাপি বিকিনিতে, প্রিয় ভক্তরা এই দেখে কাবু।

দক্ষিণ ভারতীয় ফিল্মের মাধ্যমে কেরিয়ারে ডেবিউ নিক্কি তম্বোলি (Nikki Tamboli)। তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৪ তম সিজনে।

নিক্কি স্টাইল স্টেটমেন্ট সাথে ঝগড়ার জন্য পরিচিত ছিলেন বিগ বসের আসরে। শো জিততে পারেননি। নিক্কির আলাদা ফ্যান বেস তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও নিক্কি যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি গোয়ার একটি রিসর্টে ফটোশুট করেছেন। তারপর সেই ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

আরও পড়ুন -  NASA: সম্পদের সন্ধানে নাসার নতুন অভিযান শুরু

এই ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত আছে নিক্কির ক্লিভেজ। নিম্নাংশে রয়েছে কালো রঙের প্রিন্টেড সারং। শিফনের সারং জুড়ে রয়েছে গোলাপি রঙের গোলাপ ফুলের প্রিন্ট। সারংটির একদিকে আছে কালো রঙের ফিতে। হালকা মেকআপ করেছেন নিক্কি।

আরও পড়ুন -  Met Gala 2021: কেশযুক্ত আন্ডারআর্মস, লাস্যময়ী ম্যাডোনা কন্যা লর্ডিস

তিনি চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ্যাডো এবং হালকা কাজলের রেখা। ঠোঁট এ দিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। নিক্কির চুল খোলা রেখেছেন। বাঁ হাতে রয়েছে বিভিন্ন প্যাটার্নের অনেকগুলি ব্রেসলেট।

সুইমিং পুলের ডুবন্ত সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছেন নিক্কি। আবার কখন সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছেন। নিক্কির সৌন্দর্যের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। শেষবার নিক্কিকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের গেম শো ‘দি খতরা খতরা শো’-এ। আগামী দিনে বলিউডে কাজ করতে চান নিক্কি। একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন।

 

View this post on Instagram

 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)