অটোমেটিক টেলার মেশিন ( ATM ) তুলে নিয়ে গেল চোরেরা

Published By: Khabar India Online | Published On:

অটোমেটিক টেলার মেশিন ( ATM ) তুলে নিয়ে গেল চোরেরা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অটোমেটিক টেলার মেশিন (ATM) তুলে নিয়ে গেল চোরেরা উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। এ সময় ওই এটিএম বুথে প্রায় ৩০ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস’র।

আরও পড়ুন -  মাত্র ১৮৭০ টাকা মাসিক কিস্তিতে ইলেকট্রিক স্কুটার কিনুন, ১০০ কিলোমিটার মাইলেজ সহ দুর্দান্ত ফিচারসমৃদ্ধ

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৩টার দিকে আগ্রা জেলার কাগারোল শহরে এই ঘটনা ঘটে। মূলত ঘন কুয়াশার সুযোগে এই চুরির ঘটনা হয়েছে।

আগ্রার পুলিশ কমিশনার ড. প্রীতিন্দর সিং বলেছেন, ‘আগ্রা জেলার কাগারোল শহরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখা আছে। ব্যাংকটির পাশেই এটিএম বুথটি। সোমবার ভোর আড়াইটা থেকে ৩টার মধ্যে চার-পাঁচজন চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে এটিএমটি উপড়িয়ে তুলে নিয়ে যায়।’

আরও পড়ুন -  Ujjala 2.0: সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, আজ উজ্জ্বলা যোজনা ২.০ এর সূচনা করবেন মোদি

তিনি বলেন, এসবিআই‘র কাগারোল শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএমটিতে প্রায় ৩০ লাখ নগদ টাকা ছিল। আগ্রা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) অভিযুক্তদের খুঁজছে।এসবিআই কাগারোল শাখার ম্যানেজার সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখছে।

আরও পড়ুন -  Alia Bhatt: নজর কাড়লেন আলিয়া মুক্তার গাউনে, যেন কোনো ‘রূপকথার পরি’!

ছবিঃ প্রতীকী।