Manosi Sengupta: স্পষ্ট সুগভীর বিভাজিকা ভিজে পোশাকে, এই সাহসী ছবিতে বোমা ফাটালেন মানসী

Published By: Khabar India Online | Published On:

ধুম লেগেছে নেট পাড়ায় বিকিনি ছবি শেয়ার করার প্রতিযোগিতায়। এখন টলিপাড়ার পার্নো মিত্র ও মনামী ঘোষদের ছবি উত্তাপ বাড়াচ্ছে নেট দুনিয়ায়। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন বাংলার টেলিভিশন তারকা মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।

সুইমস্যুট পরা ছবি পরে সুইমিং পুলের জলে শরীর ডুবিয়ে ছবি তুলেছেন। সেই আগুন ধরানো ছবি দেখে খাবি খাওয়ার জোগাড় নেটপাড়ার বাসিন্দাদের। সেই মানসীকে যেন চেনাই যাচ্ছে না।
এই হিম শীতে অন্যান্য বারের চেয়ে যেন আলাদা। শীতের পোশাকে উইন্টার ফ্যাশন নয়, তার চেয়ে স্বল্প থেকে স্বল্পতর পোশাকে ধরা দিচ্ছেন বহু তারকারা।

আরও পড়ুন -  স্বস্তিকার ফেসবুক প্রোফাইল বন্ধ হয়ে গেল, কি করে ?

প্রকৃতির ঠান্ডাকে পাত্তা না দিয়ে, জাঁকিয়ে শীত পরতে না পরতে উষ্ণতার পারদ চড়াতে শুরু করেছেন তাঁরা। মানসীর সাম্প্রতিক ছবি দেখেও চোখ কপালে উঠেছে নেট দর্শকদের।

অ্যানিম্যাল প্রিন্টের সুইমস্যুট পরেছেন অভিনেত্রী। সুস্পষ্ট শরীরের গোপন তম বিভাজিকা। পুলের নীল জলে শরীরের অর্ধেকটা ডুবিয়ে লেন্স বন্দি হয়েছেন।

নেটিজেনরা এই দৃশ্য দেখে অবাক মানসীর। একজন লিখেছেন, হটনেস উপচে পড়ছে। অপরজন লিখেছেন, বোল্ড কুইন। কয়েকজন দেখে চিনতেই পারছেন না। এই কি ‘নিম ফুলের মধু’র মৌমিতা!

আরও পড়ুন -  Malaika Arora: ঘুম কেড়ে নিচ্ছেন মালাইকা আরোরা, ফের ভাইরাল

শাড়িতে অভিনেত্রীকে দেখে দেখে এখন এমন ছবি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এমন বোল্ড ছবি প্রায়ই শেয়ার করে থাকেন। আপনি নেট মাধ্যমে উঁকি দিলেই মানসীর এই অবতার দেখতে পাবেন।

প্রসঙ্গত, টেলিভিশনের খুব জনপ্রিয় অভিনেত্রী মানসী। বহু সিরিয়ালে অভিনয় করেছেন। বেশিরভাগ সময়ই খল চরিত্রেই দেখা যায়। জি বাংলার নিম ফুলের মধু তেও খলনায়িকা মৌমিতার ভূমিকায় অভিনয় করছেন।

সম্পর্কে পর্ণার বড় জা মৌমিতা। এই চরিত্রটিতে দুষ্টুমির সঙ্গে কমেডিও মিশে আছে। খুব পছন্দ করছেন মানসীর চরিত্রটি। শুধু বাংলা সিরিয়াল নয়, হিন্দিতেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, নিম ফুলের মধু ধারাবাহিকটি টিআরপি তালিকায় উপরের দিকে আছে।

আরও পড়ুন -  সকালে ঝটপট সুজির টোস্ট