হলুদ রঙের শর্ট ড্রেস পরে রাস্তায় মালাইকা (PHOTOS), কালো চশমা চোখে

Published By: Khabar India Online | Published On:

আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে গত 24 শে ডিসেম্বর মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী। তারপর থেকেই মালাইকার দ্বিতীয় বিয়ের সমভাবনা নিয়ে তৈরি হচ্ছে নানান জল্পনা।

তার মধ্যেই ভাইরাল হল মালাইকার একটি ভিডিও। ইভেন্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন মালাইকা।

আরও পড়ুন -  Bold Web Series: ওয়েব সিরিজগুলি ইরোটিক, একলা দেখবেন, আগে এই রকম দৃশ্য দেখা যায়নি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে মালাইকার পরনে আছে হলুদ রঙের শর্ট ড্রেস। ড্রেসের স্লিভ রাফলড প্যাটার্নের। ড্রেসের নেকলাইন সামান্য ডিপ। তার ফলে দৃশ্যমান হয়েছে মালাইকার ক্লিভেজ। ড্রেসের কোমরের অংশটি বডিকন। নিচের অংশে আছে লেয়ার। হলুদ রঙের ড্রেসের সাথে যথেষ্ট হালকা মেকআপ নিয়েছিলেন মালাইকা।

চোখে আছে ব্রাউন শেডের সানগ্লাসে। ঠোঁট রাঙিয়েছে ন্যুড শেডের লিপস্টিকে। চুলে আলগা বান বেঁধেছিলেন। কাঁধে নিয়েছিলেন সোনালি রঙের স্লিং ব্যাগ। মালাইকার সাজ সম্পূর্ণ করেছিল তাঁর পায়ের সাদা-কালো লোফার। পাপারাৎজিদের সাথে দেখা হতে যথেষ্ট সৌজন্যমূলক ব্যবহার করেছেন মালাইকা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরবাজের দ্বিতীয় বিয়ের দিন থেকেই মালাইকা এবং তাঁর একমাত্র পুত্রসন্তান আরহান খান (Arhaan Khan) যথেষ্ট সময় দিচ্ছেন মাকে। 24 শে ডিসেম্বর আরবাজ এবং সুরার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। বিয়ে শেষ হতেই আরহান দ্রুত পৌঁছে যান তাঁর মায়ের ক্রিসমাস পার্টিতে।

আরও পড়ুন -  Short Film: রাত্রিযাপন করলেন অল্প বয়সী যুবক এক বিধবার সাথে, গরমের দিনে গরম করা শর্টফিল্ম

দেখা মেলেনি মালাইকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর। গত বছরের মাঝামাঝি সময় থেকেই মালাইকার সাথে অর্জুনের ব্রেক-আপের গুঞ্জনে সরগরম বলিউড। কিন্তু এই বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।এখন একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Dance Video: খেসারি লাল ও মাহি আইটেম ডান্সে মাতামাতি, ঝড়ের বেগে ভাইরাল হলো ভিডিও