নির্বাচন পিছিয়ে গেল পাকিস্তানের

Published By: Khabar India Online | Published On:

নির্বাচন পিছিয়ে গেল পাকিস্তানের।

পাকিস্তানের সাধারণ নির্বাচনের পূর্বঘোষিত তারিখ পিছিয়ে গেল, আগামী ৮ ফেব্রুয়ারি হবার কথা ছিল। পার্লামেন্টে এ সংক্রান্ত একটি রেজুলেশন পাস হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডন।

আরও পড়ুন -  Debchandrima Singha Roy: ভিন্ন রূপে ধরা দিলেন দেবচন্দ্রিমা, ভাইরাল ভিডিও

প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে পাস হওয়া রেজুলেশনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কথা বলা হয়েছে। ফলে আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন হবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার রেজুলেশন পাস হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা সলঙ্গী ও পাকিস্তানের মুসলিম লীগ-এন এর সিনেটর আফনান উল্লাহ খান বিরোধীতা করেন। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে ১০০ জন সদস্য থাকলেও মাত্র ১৪ জন আইনপ্রণেতার উপস্থিতি এই রেজুলেশন পাস কারা হয়েছে। সংসদে সিনেটর দেলোয়ার খান আইনটি উচ্চস্বরে পাঠ করেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রত্যেক নাগরিকের ভোট দানের অধিকার রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন করতে বাধ্য।

আরও পড়ুন -  Pakistan: পাকিস্তান বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন

ছবিঃ সংগৃহীত।