অভিনেত্রী রাকুল প্রীত, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী রাকুল প্রীত, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

অভিনেত্রী রাকুল প্রীত সিং বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি গোয়া শহরে তারা বিয়ে করছেন। এই বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -  Julian Assange: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ, কারাগারেই বিয়ে হবে

২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। তারপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে এই দুজনকে।

আরও পড়ুন -  বাড়ছে দাম্পত্য কলহ ! খবরেই মনের মধ্যে এনে দিচ্ছে শারীরিক অবসাদ

রাকুল প্রীতকে শেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। সেখানে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত।

তিনি শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল ও কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে দক্ষিণ সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিলো।

আরও পড়ুন -  Dev-Rukmini: প্রেমিকা রুক্মিণী, দেবকে ধোঁকা দিলেন !

ছবিঃ সংগৃহীত।