মনোনয়ন বাতিল হয়েছে ইমরান খানের

Published By: Khabar India Online | Published On:

মনোনয়ন বাতিল হয়েছে ইমরান খানের।

আগামী জাতীয় নির্বাচনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। লাহোর (১২২) এবং মিয়ানওয়ালি (৮৯) আসনে।

শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে।

ইসিপির তথ্য অনুযায়ী, পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন।

আরও পড়ুন -  রেলপুকুর এর মাঝখানে একটি মৃতদেহ

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনকারী ও প্রস্তাবক এনএ-১২২ আসনের অন্তর্ভুক্ত নন, যা আইনত এই আসনের হওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন -  নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা, পাকিস্তানে

পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের মেয়াদ ৩০ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১০ জানুয়ারির মধ্যে এসব আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন -  Imran Khan: হানা দেবে পুলিশ যে কোন মুহূর্তে, ইমরান খানের বাসভবনে

যাচাই বাছাই ও আপিলের শুনানি শেষে প্রার্থীদের তালিকা ১১ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১৩ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে।

ছবিঃ ফাইল।